মেঘ ভাঙা বৃষ্টি : হিমাচলের রামপুরে নিখোঁজ ১৯ ও উত্তরাখণ্ডের তেহরিতে মৃত্যু ৩
১ আগস্ট : হিমাচল প্রদেশে একের পর এক বিপর্যয়। মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত গোটা হিমাচল। পার্বত্য নদীতে ধসে গিয়েছে অট্টালিকা। ফুঁসছে বিয়াস নদী। যা ভয় ধরাচ্ছে সাধারণ মানুষের মনে। প্লাবিত মানালি জাতীয় সড়ক।
হিমাচল প্রদেশেও মেঘ ভাঙা বৃষ্টির ঘটনা ঘটেছে। এএনআই সূত্রের খবর, সিমলার রামপুর এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির কারণে ১৯ জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রের খবর এই পরিস্থিতিতে ইতিমধ্যেই উত্তরাখণ্ডের তেহরি জেলায় ঘনসালিতে ২ জনের মৃত্যু হয়েছে।
কেদারনাথ যাওয়ার পথে হাঁটার পথে ভীম বালিতে cloud burst -এর কারণে ধস নেমেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তায় বড় একটি অংশ। এর জেরে আটকে পড়েছে অন্তত ২০০ পুণ্যার্থী।
পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই নেমেছে উদ্ধারকারী দল। ওই রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে। আটকে পড়া পুণ্যার্থীদের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়ার কাজ চলছে। ভীমবালির ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর আসেনি।
মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটেছে কেদারনাথের কাছে। কেদারনাথ যাওয়ার পথে লিঞ্চোলির কাছে মেঘ ভাঙা বৃষ্টিতে তথৈবচ পরিস্থিতি। বুধবার লিঞ্চোলিতে এই ঘটনার কারণে বাঁধভাঙা বৃষ্টি হয়েছে, যার জেরে হঠাৎ করেই বেড়ে গিয়েছে মন্দাকিনীর জলের স্তর।