তারাপুরে মেডিক্যালের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : সুইসাইড নোট লেখে চিরকালের জন্য বিদায় নিল শিলচর মেডিক্যাল কলেজের চূড়ান্ত বছরের ছাত্র তথা তারাপুরের শিববাড়ি রোডের যুবক বিপ্রোজিৎ কর। বছর চব্বিশের বিপ্রোজিতের আত্মহত্যার ঘটনায় শিববাড়ি রোডে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিববাড়ী রোডের রবীন্দ্র সরণীর বাসিন্দা প্রয়াত বেনীমাধব করের ছেলে বিপ্রোজিৎ কর।

জানা যায়, চিকিৎসা ব্যাপারে মা সান্তনা কর ও বিপ্রোজিৎ বেঙ্গালুরুতে যাওয়ার কথা ছিল। সেমতে মঙ্গলবার রাত ১০টার পর শিলচর রেলস্টেশন থেকে গুয়াহাটি পর্যন্ত তাদের ট্রেন ছিল। গুয়াহাটি থেকে বিমানে তাঁরা বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিবেন। বের হওয়ার প্রস্তুতি প্রায় শেষ। এরমধ্যেই এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

রাত ৮-৩০ মিনিটে খাওয়া দাওয়া শেষে বিপ্রোজিৎ মাকে বাড়ির নীচে থেকে ঘুরে আসার কথা বলে বের হয়। কিন্তু বাইরে না গিয়ে ঘরের দু’তলায় চলে যায়। বিপ্রোজিৎকে খুব হাঁটাহাঁটি করতে দেখেন প্রতিবেশীরা। হঠাৎ করে দ্বিতলের একটি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় বিপ্রোজিৎ। কিছুক্ষণ পর মা ছেলেকে ডাকাডাকি করে কোনও সাড়া না পাওয়ায় চিৎকার চেঁচামেচি শুরু করেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘরে এসে উপস্থিত হয়। এবং শাবল দিয়ে দরজা ভেঙে রুমের ভেতর প্রবেশ করার পর স্থানীয়রা দেখেন বিপ্রোজিৎ সিলিং ফ্যানের হুকে তার দেহ ঝুলে রয়েছে। গলায় দড়ি বেঁধে ঝুলন্ত অবস্থায় রয়েছে। ঘটনার পর স্থানীয়রা তারাপুর থানায় খবর দিলে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে প্রতিবেশীদের সমানে বিপ্রোজিতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যালের মর্গে পাঠিয়ে দেন।

তারাপুরে মেডিক্যালের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট

এদিকে, পুলিশ ঘটনার তদন্ত করতে গিয়ে রুম থেকে বিপ্রোজিৎ করের একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। নোটে লেখা ছিল ইংরেজি অক্ষরে “মা আমারে ক্ষমা করে দিও, আমি তোমারে ছাড়িয়া যাইরাম গিয়া। আমার ডিপ্রেশন আর সহ্য হর না। আর আমার বুকেও খুব বেদনা করের’ মা আমি নিজের ইচ্ছায় আজকে সুইসাইড করেছি।আমার সুইসাইডের লাগি কেউ রেসপোন্সিবল নায়”। এসব দেখে স্থানীয়দের মনে বিভিন্ন প্রশ্ন ঘোরপাক খাচ্ছে। শিক্ষিত হয়েও বিপ্রোজিৎ কর কেনই বা আত্মহত্যার পথ বেছে নিল তা এখনও রহস্যের আবর্তে। বিপ্রোজিৎ করের আত্মহত্যার ঘটনায় পরিবারের মধ্যে বিষাদের ছায়া নেমে এসেছে।

তারাপুরে মেডিক্যালের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট
তারাপুরে মেডিক্যালের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট

Author

Spread the News