গোঁসাইনগরে স্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস কৌশিক রায়ের

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : লক্ষীপুরের গোঁসাইনগরে স্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করলেন বিধায়ক কৌশিক রায়। মঙ্গলবার বিকেলে বিধায়ক এনএইচএম-র অধীনস্থ একটি সাব-সেন্টারের শিলান্যাস করে জনতার উদ্দেশে বলেন, কেন্দ্র সরকার অর্থাৎ নরেন্দ্র মোদির সরকার মানুষের স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে সদা তৎপর, যার প্রমাণ প্রতিটি জিপিতে কেন্দ্রীয় সরকার হাসপাতাল নির্মাণ করছে। লক্ষীপুর বিধানসভা কেন্দ্রে প্রায় ২০টি আরোগ্য সেবা কেন্দ্রের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। উদ্বোধন হবে শীঘ্রই, বললেন বিধায়ক।

এ দিন গোঁসাইনগর এলপি স্কুলের পাশে আনুমানিক ৪৯ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে সাব-সেন্টারের শিলান্যাস করেন বিধায়ক। উপস্থিত ছিলেন বরাতপ্রাপ্ত ঠিকাদার রঞ্জিত দাস, বিজেপি নেতা রাজেশ দাস, সিদ্ধান্ত পৈত্য, বিভাগীয় কার্যনির্বাহী প্রকৌশলী নুর আহমদ সহ স্থানীয় জনগণ।

গোঁসাইনগরে স্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস কৌশিক রায়ের
গোঁসাইনগরে স্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস কৌশিক রায়ের

Author

Spread the News