স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মৃত্যুঞ্জয় : ডাঃ আশুতোষ

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : শিলচর সিভিল হাসপাতালের কনফারেন্স হলে মৃত্যুঞ্জয় ১০৮ জরুরীকালীন অ্যাম্বুলেন্স পরিষেবার সুবিধাভোগীদের সাক্ষাৎ সভা অনুষ্ঠিত হয়। বুধবার আয়োজিত সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন সহ শিলচর সিভিল হাসপাতালের সুপারিনটেন্টডেন্ট ডাঃ অরূপ পাটোয়া, এনএইচএম জেলা প্রকল্পের ব্যবস্থাপক রাহুল ঘোষ, ডাঃ সুব্রত নন্দী, শিলচর সিভিল হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগের এমও ডাঃ রোহন বিশ্বাস, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ফিল্ড অফিসার রাজ বিজয় দাস, ১০৮ সার্ভিস এসসিএম প্রধান পুলকেশ ভগবতী, সার্ভিস আইসিসি প্রধান ধূর্জোতি প্রসাদ ভট্টাচার্য প্রমুখ।

সভায় মুখ্য অতিথি ডাঃ আশুতোষ বর্মন বলেন, বিগত দিনের থেকে বর্তমানে প্রসবের ক্ষেত্রে মা ও শিশুর মৃত্যুর হার অনেকাংশে কমে গেছে। এর কারণ হচ্ছে এই ১০৮ মৃত্যুঞ্জয় জরুরিকালীন অ্যাম্বুলেন্স পরিষেবা। এ ছাড়া তিনি চা-বাগান গুলোতে অসুস্থ রোগীদের জন্য এই পরিষেবাটিকে আরও উন্নত করার জন্য চেষ্টা চালানোর কথা জানান। বক্তব্যে ডাঃ রোহন বিশ্বাস বলেন, অসমের স্বাস্থ্যসেবায় যেভাবে চিকিৎসকের অবদান রয়েছে, সেইভাবে দেখতে গেলে ১০৮ মৃত্যুঞ্জয় জরুরীকালীন অ্যাম্বুলেন্স পরিষেবারও অবদানের কথা স্বীকার করতে হবে।

স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মৃত্যুঞ্জয় : ডাঃ আশুতোষ

সভায় উপস্থিত আশাকর্মীরা তাঁদের মতামত ব্যক্ত করতে গিয়ে ১০৮ মৃত্যুঞ্জয় জরুরিকালীন পরিষেবার সঙ্গে জড়িত প্রত্যেক স্তরের কর্মকর্তাদের‌ প্রতি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশেষভাবে কাছাড় জেলার ইএমই পল্লবিতা শর্মার বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করে ধন্যবাদ জানান। সেইসঙ্গে চা-বাগান অধ্যুষিত অঞ্চলে বসবাসকারীরা কিছুটা এই জরুরীকালীন অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে বঞ্চিত থাকেন বলে মন্তব্য করেন। ডাঃ অরূপ পাটোয়া বলেন, কাছাড় জেলার ১০৮ জরুরীকালীন অ্যাম্বুলেন্স পরিষেবার সঙ্গে জড়িত প্রত্যেক স্তরের কর্মকর্তাদের‌ আন্তরিক প্রশংসা জানিয়ে আরও সক্রিয়ভাবে কাজ করতে পরামর্শ দেন। রাহুল ঘোষ বলেন, অতিমারি করোনার সময় লকডাউন  চলাকালীন ১০৮ মৃত্যুঞ্জয় জরুরিকালীন অ্যাম্বুলেন্স পরিষেবার প্রত্যেকজন কর্মচারীরা যেভাবে অসুস্থ রোগীদের সেবা দিয়ে গিয়েছিলেন, তা আমাদের চিরকাল স্মরণে থাকবে। সেই সময় সর্বস্তরের মানুষ বুঝতে পেরেছিলেন ১০৮ মৃত্যুঞ্জয় জরুরিকালীন অ্যাম্বুলেন্স সার্ভিসটা কি কাজ করছে! জীবনের ঝুঁকি নিয়ে কর্মকর্তারা অসুস্থ রোগীদের সেবা গিয়েছিলেন এবং বর্তমানেও দিচ্ছেন।

স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মৃত্যুঞ্জয় : ডাঃ আশুতোষ

১০৮ মৃত্যুঞ্জয় জরুরিকালীন অ্যাম্বুলেন্সের পাইলট সাইমন ইসলাম বড়ভূইয়া তাঁর ১৫ বছরের এই পরিষেবায় জড়িয়ে থাকার অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে বলেন, এই পরিষেবাটি হচ্ছে প্রকৃতপক্ষে সমাজসেবা, এই পরিষেবার সঙ্গে যুক্ত থাকায় তিনি গর্ব অনুভব করেন।বরাক ভ্যালি ক্লাস্টারের প্রজেক্ট ম্যানেজার বিশ্বতোষ চক্রবর্তী বলেন, এই ১০৮ এম্বুলেন্স জরুরিকালীন পরিষেবাটিকে সেবাটিকে অপব্যবহার না করে সদ্ব্যবহারের মনোভাবে দেখলে  সমাজে ও অসুস্থ রোগীদের কল্যাণ ঘটবে। অনুষ্ঠানটি পরিচালনা ছিলেন ১০৮ মৃত্যুঞ্জয় জরুরিকালীন অ্যাম্বুলেন্স পরিষেবার কাছাড় জেলা ইএমই পল্লবিতা শর্মা।

স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মৃত্যুঞ্জয় : ডাঃ আশুতোষ

Author

Spread the News