উত্তর কৃষ্ণপুরে জল নিষ্কাশনের উদ্যোগ সোনাই বিধায়কের

বরাক তরঙ্গ, ৩০ জুন : অতিষ্ঠ হয়ে  মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ৩০৬ নং জাতীয় সড়ক অবরোধের প্রস্তুতি নিচ্ছিল কয়েকটি সংগঠন। এমনকি শনিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সংগঠন গুলোর কর্মকর্তারা। কিন্তু এর আগেই অর্থাৎ রবিবার সকালেই জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুরের জমা জল নিষ্কাশনে উদ্যোগ নিলেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। ব্যক্তিগত উদ্যোগে জাতীয় সড়কের জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করে জেলা প্রশাসন ও সরকারের তীব্র সমালোচনা করেন বিধায়ক। গুরুত্বপূর্ণ সড়কে মাস দিন থেকে চলাচলে জনগণ হয়রানির শিকার হলেও টনক নড়েনি জেলা প্রশাসন ও বিভাগীয় কর্মকর্তাদের বলে অভিযোগ করেন তিনি।

এ দিন বিধায়ক জেলার উন্নয়নমূলক কাজে ডিসির তৎপরতা নেই বলে গুরুতর অভিযোগ তুলেন তিনি। বহু দিন থেকে আউলিয়া বাজার সংলগ্ন শিলচর আইজল জাতীয় সড়ক জমা জলের তলায় নিত্য যাত্রীরা তীব্র ভোগান্তির মধ্যে রয়েছেন। কিন্তু প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ দর্শকের ভূমিকা পালন করছেন। এনিয়ে জেলাশাসক ও সরকারকে ধিক্কার জানান তিনি। এদিন এনএইচআইডিসিএলের ম্যানেজার সৌনাথ শীল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

উত্তর কৃষ্ণপুরে জল নিষ্কাশনের উদ্যোগ সোনাই বিধায়কের

উল্লেখ্য, বৃষ্টি শুরু হওয়ার দিন থেকেই জাতীয় সড়কের এই অংশে জমা জলের সমস্যায় ভুগছিলেন এলাকার জনগণ সহ দক্ষিণ কাছাড়ের মানুষ। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। ভয়াবহ রূপ ধারন করে অংশটি। গর্তে পড়ে ই-রিকশা, ই-অটো, অটো ও দ্বিচক্র যান প্রায় প্রতিদিন দুর্ঘটনার কবলে পড়ছে। অত্যন্ত ঝুঁকি নিয়ে সড়কের এ অংশটি পারাপার করতে হয় স্কুল-কলেজের ছাত্রছাত্রী, নিত্যযাত্রী ও সড়ক ধরে চলাচলকারী মানুষকে।

উত্তর কৃষ্ণপুরে জল নিষ্কাশনের উদ্যোগ সোনাই বিধায়কের

প্রায় চারমাস থেকে এই সমস্যায় ভগছেন। বেশ কয়েকবার প্রতিবাদ জানিয়ে জল নিষ্কাশনের দাবি জানানো হয়। কিন্তু কেউই কর্ণপাত করেনি। শুক্রবার জুম্মার নামাজ থেকে বের হয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ তুলে ধরে ছিলেন স্থানীয় লোকরা। শনিবার অঞ্চলের বেশ কয়েকটি সংগঠন একত্রিত হয়ে সাংবাদিক সম্মেলন করে অবরোধ কর্মসূচির কথা জানায়। তাঁরা বলেন দুদিনের মধ্যে জল নিষ্কাশনের ব্যবস্থা না হলে মঙ্গলবার থেকে অবরোধ গড়ে তুলবেন। রবিবার বিধায়ক নিজে উদ্যোগ নেওয়ায় সংগঠনের পক্ষে সাইদুল ইসলাম চৌধুরী (বাপি) ধন্যবাদ জানিয়েছেন।

Author

Spread the News