স্নাতকে প্রাণী বিদ্যায় অনার্স কোর্সে সর্বোচ্চ নম্বর শারমিনার

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : পাথারকান্দি কলেজের ছাত্রী শারমিনা পারভিন আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এবারের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় প্রাণী বিদ্যায় অনার্স কোর্সে সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীৰ্ণ হয়ে কলেজের নাম উজ্জ্বল করে। পাশাপা‌শি এই কৃতী পড়ুয়ার স্বর্ণ পদক লাভেরও আশা প্রকাশ করেন কলেজ অধ্যক্ষ ড. মঞ্জুরুল হক। শনিবার কলেজে ফলাফল আসতেই কলেজ প্রাঙ্গনে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের মনে এনিয়ে ব্যাপক আনন্দ ও উল্লাস পরিলক্ষিত হয়। পাথারকান্দি চেংজুর এলাকার স্থায়ী বাসিন্দা তথা পূর্ত বিভাগের কর্মী আব্দুল কাইয়ুম আহমদ ও হাসনা বেগমের কন্যা শারমিনার এই নজরকাড়া সাফল্যে দারুণ উৎফুল্লিত কলেজ অধ্যক্ষ ড. মঞ্জুরুল হক। তিনি বলেন, সৎ শান্ত স্বভাবের ছাত্রীর এই অসাধারন ফলাফলে তিনি আনন্দিত।

এক বার্তায় এই কৃতী কলেজ পড়ুয়া শারমিনা জানায়, এই ফলাফলে তাঁর অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হল। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে কঠোর অধ্যবসায় ও সঠিক লক্ষ্যকে সামনে রেখে নিজ অভিষ্ট লক্ষ্যে যে পৌঁছানো যায় তা তাঁর এই ফলাফল বাস্তব উদাহরণ। তাঁর এই কৃতিত্বের পেছনে নিজ অভিভাবকের সঙ্গে কলেজের প্রতিজন অধ্যাপক-অধ্যাপিকা যথেষ্ট অবদান রয়েছে বলে শারমিন জানায়।

স্নাতকে প্রাণী বিদ্যায় অনার্স কোর্সে সর্বোচ্চ নম্বর শারমিনার

উল্লেখ্য, কৃতী ছাত্রী শারমিনা একই ভাবে ২০১৯ সালে পাথারকান্দি হলি চিলড্রেন হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে পাথারকান্দি কমরুল হক জুনিয়র কলেজ ও পরবর্তীতে পাথারকান্দি কলেজে ভর্তি হয়। এদিকে তার এই সাফল্য অনেকেই তারা বাড়িতে গিয়ে তাকে অভিনন্দন জানানো পাশাপাশি সংবর্ধনা প্রদান করেছেন। এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন।

স্নাতকে প্রাণী বিদ্যায় অনার্স কোর্সে সর্বোচ্চ নম্বর শারমিনার
স্নাতকে প্রাণী বিদ্যায় অনার্স কোর্সে সর্বোচ্চ নম্বর শারমিনার

Author

Spread the News