কাছাড় জেলা ভিত্তিক যোগা সম্পন্ন
জাতীয় রেফারি অশিত চক্রবর্তীকে সংবর্ধনা
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : শিলচর যোগা সংস্থা আয়োজিত তৃতীয় কাছাড় জেলা ভিত্তিক প্রতিযোগিতা রবিবার সম্পন্ন হয়েছে। মধ্যসহর সাংস্কৃতিক সমিতির ভবনে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের মধ্যে যোগ ক্রীড়ার পাশাপাশি ছিল সোলো আর্টিস্টিক, আর্টিস্টিক পেয়ার, রিদমিক। সকালে প্রদীপ প্রজ্বলন করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আয়োজক শিলচর যোগা সংস্থার সভাপতি বাবুল হোড়, শিলচর ডিএসএ-র সভাপতি শিবব্রত দত্ত, ডিএসএ-র সচিব অতনু ভট্টাচার্য প্রমুখ। বিকেলে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল ও বিশিষ্ট ক্রীড়া প্রেমী তথা সংগঠক প্রণয় বনিক প্রমুখ। দুই অতিথি ছাড়াও পুরস্কার বিতরন করেছেন সংস্থার সচিব উত্তম চৌধুরী, আহ্বায়ক চন্দন শর্মা, কার্যকরী সদস্য মন্টু শুক্লবৈদ্য, অতনু চৌধুরী, গনেশ ভদ্র, সুমন ভৌমিক, অনিমেষ চন্দরা। শিলচরের যোগ ক্রীড়ায় বিশেষ অবদান রাখায় উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়েছে শেখর পাল চৌধুরী, শুভঙ্কর সাহা, কৃষ্ণা দাসকে। ১৯৮২ সালে জাতীয় যোগায় স্বর্ণ পদক প্রাপ্ত চন্দন শুক্লবৈদ্যকেও সম্মান জানিয়েছে সংস্থা। জাতীয় সি গ্রেড রেফারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় সংস্থার সহ সভাপতি অশিত চক্রবর্তীকে সংবর্ধনা জানানো হয়েছে।
এছাড়া প্রতিযোগিতা আয়োজনে বিশেষ ভাবে সহায়তা করায় সহ সভাপতি সুজন দত্ত ও অজয় চক্রবর্তীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এক নজরে প্রথম তিন স্থানাধিকারীরা মেয়ে ৮-১০ বছর : আয়ুস্মিতা ভট্টাচার্য, পুনম দত্ত, ওইত্রিকা দাস। ছেলে ৮-১০ : হাইথইবা হাওরাংবাম, প্রগদীস সাহা, প্রিন্স নাথ লস্কর। বালিকা ১০-১২ : জসশ্রী ভট্টাচার্য। বালক ১০-১২ : অরিহান চক্রবর্তী, মির্জান উদ্দিন লস্কর, অভি দাস। বালিকা ১২-১৪ : অনন্যা সিংহ, শুচিস্মিতা নাথ, শ্রেষ্ঠা চন্দ (যুগ্ম), আয়াকপাম চিমারাই। বালক ১২-১৪ : রাজদীপ চক্রবর্তী, নিকি দাস, মাসুদ আহমেদ লস্কর (যুগ্ম), ঋষিকেশ দাস। ছেলে ১৪-১৬ : পৃথ্বীশ ধর। মেয়ে ১৬-১৮ : স্বর্ণালী চৌধুরী।
আর্টিস্টিক ৮-১৪ ছেলে : অরিহান, রাজদীপ, ঋষিকেশ। ৮-১৪ মেয়ে : শ্রেষ্ঠা চন্দ, ওইত্রিকা, নন্দনা মজুমদার। ১৪-১৮ ছেলে : পৃথ্বীশ ধর, দীব্যজ্যোতি দাস। ১৪-১৮ মেয়ে : রিথু সিং। রিদ্মিক : অরিহান – রাজদীপ। আর্টিস্টিক পেয়ার : স্বর্ণালী – রিথু।