করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভ স্টোর্সের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন, স্মরণিকা উন্মোচন

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভ স্টোর্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা এবং সুবর্ণ জয়ন্তী সমারোহের সমাপ্তি অনুষ্ঠান ও স্মরণিকা উন্মোচন অনুষ্ঠিত হয়। রবিবার করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে আমন্ত্ৰিত অতিথিদের হাত ধরে প্রদীপঞ্জলের মাধ্যমে অনুষ্ঠানে শুভারম্ভ হয় এবং স্মরণিকা উন্মোচন করা হয়।

এদিনের অনুষ্ঠানে পৌরহিত্যে করেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতু রায়। কার্যসূচির মধ্যে ছিল সম্পাদকের প্রতিবেদন, বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, সরকারি পরীক্ষিত হিসাবের প্রতিবেদন আলোচনা ও অনুমোদন, ঊর্ধ্বতন ঋণ গ্রহণের সীমা নির্ধারণ, অভ্যন্তরীণ হিসাব পরীক্ষক নিয়োগ, সমিতির উপবিধি ধারা ৪ সংশোধন সহ অন্যান্য আলোচনা।

এতে উপস্থিত ছিলেন করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভ স্টোর্স লিমিটেডের চেয়ারম্যান সুব্রত দেব, করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ রাধিকারঞ্জন চক্রবর্তী, করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যাপক শুখেন্দু শুক্লবৈদ্যে, প্রেস ক্লাব করিমগঞ্জের সভাপতি মিহির দেব নাথ, করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যাপক নির্মল কুমার সরকার, রবীন্দ্র সদন গার্লস কলেজের তুনুশ্রী ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ চক্রবর্তী সহ অন্যান্য আমন্ত্ৰিত ও হোলসেল কো-অপারেটিভ স্টোর্স লিমিটেডের শেয়ার হোলর্ডারা।

করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভ স্টোর্সের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন, স্মরণিকা উন্মোচন
করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভ স্টোর্সের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন, স্মরণিকা উন্মোচন

Author

Spread the News