সাংস্কৃতিক মহাসংগ্রামের সেরা পারফমেন্স শরিফনগর ধামাকা গ্রুপের

সাংস্কৃতিক মহাসংগ্রামের সেরা পারফমেন্স শরিফনগর ধামাকা গ্রুপের

বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : করিমগঞ্জ জেলা গ্রন্থাগারে অনুষ্ঠিত সাংস্কৃতিক মহাসংগ্রামের পুরস্কার বিতরণী সম্পন্ন হল। অনুষ্ঠানে বিধানসভা ভিত্তিক বিহুনৃত্য, গান প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সহ অন্যান্য প্রতিযোগীকে পেছনে ফেলে নিজেদের সেরা পারফমেন্স দেখিয়ে শরিফনগর ধামাকা গ্রুপ বিহু লগন গান গাওয়া সহ নৃত্য করে প্রথম স্থান অধিকার করে শরিফনগরের গৌরব উজ্জ্বল করেছে। গ্রুপে ছিলেন আখতারুজ্জামান চৌধুরী, খাদেজা বেগম, রাজশ্রী নমঃশূদ্র রিয়া নমঃশূদ্র, রাখি রায় ও সমীমা ইয়াসমিন। পাশাপাশি  অসম রত্ন ভূপেন সঙ্গীত প্রতিযোগিতায় গান  গেয়ে চমক সৃষ্টি করে আসরে শতাধিক প্রতিযোগীকে হারিয়ে তৃতীয় স্থান দখল করে সম্মান অর্জন করেন শরিফনগরের বাসিন্দা আখতারুজ্জামান চৌধুরী লিমন।

তাদের জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টচার্য, নিশিত রঞ্জন সহ অন্যান্য অতিথিরা মিলে অভিনন্দন  জ্ঞাপন করে শংসাপত্র সহ ট্রফি তুলে দেন। এ ছাড়া পরবর্তীতে শরিফনগর ধামাকা গ্রুপ সহ গানের তৃতীয় স্থান অধিকারী আকতারুজ্জামান চৌধুরীর অ্যাকাউন্টে তার প্রাপ্ত অর্থরাশি পাঠামো হবে বলে অতিথিরা জানিয়েছেন।

সাংস্কৃতিক মহাসংগ্রামের সেরা পারফমেন্স শরিফনগর ধামাকা গ্রুপের

শরীফনগর ধামাকা গ্রুপ ও আখতারুজ্জামান চৌধুর অসম সাংস্কৃতিক মহাসংগ্রাম সাংস্কৃতিক বিভাগে অংশগ্রহণ করে শরিফনগরের সুনাম বৃদ্ধি করায়  তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করে তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেছেন স্থানীয় জিপি সভানেত্রী গৌরী রায়, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, সিসি ক্লাব সভাপতি খয়রুল আলম চৌধুরী, জেলা পরিষদ সুখেন শুক্লবৈদ্য, প্রাক্তন জিপি সভাপতি হোসেন আহমেদ চৌধুরী, শরীফ নগর এলপি স্কুল প্রাক্তন সভাপতি সালেহ আহমেদ চৌধুরী প্রমুখ।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News