নিখোঁজ পূর্ব ধলাইর রামমানিকপুরের ৮০ বছরের বৃদ্ধ

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : চারদিন ধরে নিখোঁজ পূর্ব ধলাইর মোহখাল-রামমানিকপুর জিপির রামমানিকপুর গ্রামের বছর আশির বৃদ্ধ কেশবপ্রসাদ গোয়ালা। শনিবার, নিখোঁজ কেশব প্রসাদ গোয়ালার ছেলে রাজেশ যাদব জানান, গত ৩১ জুলাই বুধবার বিকেল অনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ পরনে গামছা ও গায়ে গেঞ্জি পরা অবস্থায় তিনি বাড়ি থেকে বের হন। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত অবধি আর বাড়ি ফিরে আসেননি। এ অবস্থায় তারা গ্রামের আশপাশ সহ আত্মীয় পরিজনের কাছে খোঁজখবর করেন। পরে বাবার কোন সন্ধান না পেয়ে বৃহস্পতিবার কচুদরম থানায় নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করেছেন।

রাজেশ যাদব আরও জানান তার বাবা প্রাক্তন রেশন ডিলার। তবে কিছু দিন ধরে তিনি মানসিক ভাবে সুস্থ না থাকায় তাঁর মানসিক রোগের চিকিৎসা চলছে। চারদিন ধরে  বাবার সন্ধান না পেয়ে পরিবারের সবাই উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। কেও কোন সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান।

Author

Spread the News