মাতৃভূমি-র সেমিতে নাজিয়া, স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের অনুসন্ধানই লক্ষ্য হওয়া উচিত : অমিয়কান্তি
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : ইকবালের জোড়া গোলে মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল নাজিয়া এন্টারপ্রাইজ। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত চতুর্থ কোয়ার্টার ফাইনালে এদিন প্রতিপক্ষ এ.আর ভাগা দলকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করছে তারা।
এদিন খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় নাজিয়া এন্টারপ্রাইজ। প্রথমার্ধের ২৩ মিনিটে গোল করেন নেকটিয়া। প্রথমার্ধের লিড নিয়ে উজ্জীবিত নাজিয়া এন্টারপ্রাইজ দ্বিতীয়ার্ধের খেলায় ব্যবধান বাড়াতে ময়দানে ঝাঁপিয়ে পড়ে । দ্বিতীয়ার্ধের ৫০ ও ৬১ মিনিটে জোড়া গোল করেন নাজিয়া এন্টারপ্রাইজ দলের খেলোয়াড় ইকবাল। শেষ পর্যন্ত চতুর্থ দল হিসাবে মাতৃভূমি কাপের সেমিফাইনালে প্রবেশ করলো নাজিয়া এন্টারপ্রাইজ।
এদিনের খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, শঙ্কর ভট্টাচার্য ও প্রবীন বর্মন। চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাজিয়া এন্টারপ্রাইজ খেলোয়াড় ভিয়েরা। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন কাছাড় জেলা বিজেপির বরিষ্ঠ নেতা তথা জেলা গ্রামরক্ষী বাহিনীর ডেপুটি এডভাইজার অমিয় কান্তি দাশ ও আসাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার বিশ্বজিৎ দাস। আগামী ২ সেপ্টেম্বর সোমবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নুতন বাজার এফসি ও জামালপুর এফসি পরষ্পরের মুখোমুখি হবে বলে।
এদিন খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কাছাড় জেলা বিজেপির উপ-সভাপতি তথা জেলা গ্রামরক্ষী বাহিনীর ডেপুটি এডভাইজার অমিয় কান্তি দাশ বলেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে বেশ ভাল লেগেছে তার। ফুটবলকে জনপ্রিয় করে তুলতে মাতৃভূমি সামাজিক সংস্থা দীর্ঘ সতেরো বছর ধরে ধলাইর মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করে আসছে, তিনি তারজন্য আয়োজন মাতৃভূমি-র কর্ণধার সীতাংশু দাস সহ সংস্থার সকল কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান। অমিয় বাবু বলেন, স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের অনুসন্ধানই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি তারজন্য ভাল কোচিংয়ের মাধ্যমে স্থানীয়দের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে সামাজিক সংগঠন সহ রাজনৈতিক দলকেও এগিয়ে আসার আহ্বান জানান। ম্যাচ জিতার জন্য বাইরে থেকে খেলোয়াড় ভাড়া করে নিয়ে এসে খেলা উপভোগের চেয়ে স্থানীয়দের অগ্রাধিকার প্রদানের পক্ষে মত ব্যক্ত করেন অমিয় কান্তি দাশ। এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েছেন আয়োজক মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ।