হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : গোয়ালপাড়ায় বন্য হাতির আক্রমণে ৬৪ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শামসুল হক। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। জানা যায়, রাতে মরনৈ থানার অন্তর্গত সোনাপুর, দুবাপাড়ায় একদল হাতি খাদ্যের সন্ধানে লোকালয়ে বেরিয়ে আসে। ধান ক্ষেতে উপদ্রব চালায়। ক্ষেত বাচাতে রাতে শামসুল হক নামে একজন বয়স্ক কৃষক বাড়ি থেকে বেরিয়ে আসেন। পাহারা দেওয়ার সময় পেছন থেকে হাতি আক্রমণ করে। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন দফতরের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাতেই বাড়িঘর ছেড়েছেন এলাকার বাসিন্দারা। নিহতের লাশ গোয়ালপাড়া আঞ্চলিক বন বিভাগ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে প্রেরণ করেছে।

হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

Author

Spread the News