তেল চুরি চক্রের সঙ্গে জড়িত বিধায়কের ছেলেকে খুঁজছে পুলিশ

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : তেল চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উত্থাপিত হল রূপহীহাটের কংগ্রেস বিধায়ক নুরুল হুদার ছেলের বিরুদ্ধে। শনিবার রাতে  বিধায়কের দিসপুরের বাসভবনে অভিযান চালায় নগাঁও পুলিশ। কিন্তু আবাসে পুলিশ প্রবেশের আগেই বিধায়ক চলে যান একপ্রকার পলায়ন করেন। তবে, রবিবার সকালে বিধায়ক সংবাদ মাধ্যমকে বলেছেন যে তাঁর ছেলে দোষী হলে তিনি নিজেই তাকে পুলিশের হাতে তুলে দেবেন।

উল্লেখ্য, শনিবার কলিয়াবরে উৎখাত করা হয়েছিল তেল চোর চক্রকে। কলিয়াবার মহকুমা পুলিশ অফিসার রূপজ্যোতি দত্তের নেতৃত্বে চলা অভিযানে ধরা পড়েছিল বৃহৎ গ্যাং। কলিয়াবারে তেল চোর চক্রের পাঁচজনকে আটক করেছে পুলিশ। এই চক্রের অন্যতম একজন রেজাউল হুদা ফরাজি ওরফে রকিবুল। তিনি নুরুল হুদার ছেলে।

তেল চুরি চক্রের সঙ্গে জড়িত বিধায়কের ছেলেকে খুঁজছে পুলিশ

গ্রেফতারকৃতরা হলেন তেজপুর কাছারি পামের আলম আলি, তেজপুরের ভোমরাগুড়ির আব্দুল খলিল, বাগরির জামাল উদ্দিন, বাগরি হারমতির তাহের আলি এবং চামগুড়ির খলিহারির ইব্রাহিম আলি। পুলিশ দুটি বিলাসবহুল গাড়ি ও নগদ এক লাখ টাকা বাজেয়াপ্ত করেছে। তেল চুরি চক্রের ব্যবহৃত সুইফট গাড়ি (AS-12AA-2648) এবং Kia গাড়ি (AS-12AE-8977) বাজেয়াপ্ত করা হয়েছে।

Author

Spread the News