প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পালংঘাট মণ্ডল তফসিলি মোর্চার গ্রাম সম্পর্ক অভিযান

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে পক্ষকাল ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। গত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচির সমাপ্তি হবে আগামী ২ অক্টোবর। দলীয় এই কর্মসূচির সঙ্গে সঙ্গতী রেখে ভারতীয় জনতা পার্টি তফশিলি মোর্চা গ্রাম সম্পর্ক অভিযান কর্মসূচি হাতে নিয়েছে। বৃহস্পতিবার বিজেপির পালংঘাট মণ্ডল তপশিলি মোর্চার উদ্যোগে দর্মিখালে গ্রাম সম্পর্ক অভিযান অনুষ্ঠিত হয়।

শুরুতে মণ্ডল তপলিশি মোর্চার সভাপতি শঙ্কু রায়ের পৌরোহিত্যে বরাইবস্তি কম্যুনিটি হলে অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভা। এতে উপস্থিত ছিলেন তপশিলি মোর্চার কাছাড় জেলা সাধারণ সম্পাদক অভিনাশ জগৎজ্যোতি, জেলা আইটি সেলের বকুল ফুলমালি, সোশ্যাল মিডিয়া ইনচার্জ, অরবিন্দ দাস, মণ্ডল সাধারণ সম্পাদক হীমাদ্রী দে, দর্মি জিপি সভানেত্রী সীমা রায়, দেবস্মিতা দাস, শঙ্কর দাশ, দীপক কুমার রায় প্রমুখ।

এদিন ভারতমাতা, শ্যামাপ্রসাদ মুখার্জি ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্জ্বলন করে সভার সুচনা হয়। পরে সভা শেষে দর্মিখাল জিপির বিভিন্ন বাড়িতে গিয়ে গ্রাম সম্পর্ক অভিযানের সুচনা করেন দলীয়  নেতা কর্মীরা।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

Author

Spread the News