শিলচরে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি, মুল্যায়ন পর্যবেক্ষকের

শিলচরে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি, মুল্যায়ন পর্যবেক্ষকের

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : তপসিল সংরক্ষিত শিলচর লোকসভা আসনে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিভাগের প্রস্তুতি খতিয়ে দেখে অবাধ, সুষ্ট ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করলেন সাধারণ পর্যবেক্ষক অনিল মেশ্রাম। শনিবার নির্বাচনের কাজে রত বিভিন্ন শাখার কাজ খতিয়ে দেখে এর মুল্যায়ন করেন এবং আগামী ২৬ এপ্রিল শিলচরের এই আসনের নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সমাধা হবে বলে আশা প্রকাশ করেন। একইভাবে জেলা আয়ুক্ত তথা, জেলার রিটার্নিং অফিসার ও জেলার নির্বাচন আধিকারিক রোহনকুমার ঝা বলেন, জেলায় সংসদীয় এই আসনের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

শিলচরে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি, মুল্যায়ন পর্যবেক্ষকের

উল্লেখ্য, এদিন নির্বাচন প্রক্রিয়ার মুল্যায়নের আগে পর্যবেক্ষক অনিল মেশ্রাম নির্বাচনী বিভিন্ন সেল যথাক্রমে এমসিসি, এমসিএমসি, কন্ট্রোল রুম, ইন্টার স্টেট ট্রাক ট্রান্সফোর্ট (আইএসটিটি) স্থিত স্ট্রং রুম, এসভিইইপি সেল ইত্যাদি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাব্যক্তিদের নিয়ে পরিদর্শন করেন এবং এসব সেলের কাজ খতিয়ে দেখেন পর্যবেক্ষক অনিল মেশ্রাম।

Author

Spread the News