ধলাইয়ে মাতৃভূমির ফুটবল শুরু, উদ্বোধনী ম্যাচে জয়ী নুতনবাজার এফসি
বরাক তরঙ্গ, ৪ আগস্ট : ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে রবিবার থেকে শুরু হলো মাতৃভূমি কাপ প্রাইজমানি নক আউট ফুটবল টুর্নামেন্ট ২০২৪। উদ্বোধনী ম্যাচে নুতন বাজার এফসি দল ২-০ গোলের ব্যবধানে ইন্ডিয়ান এফসি চান্নিঘাট দলকে পরাজিত করেছে। বিজয়ী দলের সেরা খেলোয়াড় লাহুনা-র হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন মুখ্য অতিথি ফিফা রেফারি মৃণালকান্তি রায়।
প্রতিযোগিতার আগামীকালের খেলায় পাওয়া এফসি দল পানিসাগর মোকাম এফসি দলের মোকাবিলা করবে বলে জানিয়েছেন আয়োজক সংস্থার ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বনাথ হাজাম, জেলা ক্রীড়া সংস্থার জিবি মেম্বার চন্দন শর্মা, ভূষণ পাল, পিনাক চক্রবর্তী, কান্তিবর্মণ, শঙ্কর ভট্টাচার্য, চপল কুমার দাস, লীলা পুরকায়স্থ, অশোক কুমার দাস, বাপ্পা পাল প্রমুখ। টুর্নামেন্টকে সফল রূপ দিতে আপামর ফুটবল প্রেমী জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন আয়োজক মাতৃভূমি-র কর্ণধার সীতাংশু দাস। অনুষ্ঠানের শুরুতে কচিকাঁচাদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, কমরুজ্জামান লস্কর, শংকর ভট্টাচার্য, চতুর্থ রেফারি ছিলেন পিকলু বর্মন।