ধলাই-মলাই জিপির প্রাক্তন সভাপতি নেজাম উদ্দিন লস্কর প্রয়াত
বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : কাটলিছড়া উন্নয়ন খণ্ডের ধলাই-মলাই জিপির প্রাক্তন সভাপতি নেজাম উদ্দিন লস্কর প্রয়াত হলেন। শনিবার দুপুর ১-৩০ টায় ধলাই মলাই প্রথম খণ্ডের নিজ বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৪ বছর। রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে, পুত্রবধু, দুই নাতনি, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণমুগ্ধ। কাটলিছড়া ক্রীড়া জগতের প্রাক্তন এই ক্রীড়াবিদ দীর্ঘদিন থেকে মধুমেয় রোগে ভুগছিলেন। ১৯৮০ থেকে ২০০০ ইংরেজি পর্যন্ত দীর্ঘ কুড়ি বছর তিনি কাটলিছড়া ফ্রেন্ডস ক্লাব দলের ফুটবল টিমের সিনিয়র খেলোয়াড় হিসেবে খেলে গেছেন। ফুটবল খেলোয়াড় হিসেবে নেজাম উদ্দিন দক্ষিণ হাইলাকান্দির ক্রীড়া জগতে পরিচিত ছিলেন। স্পষ্টবাদী, নির্ভীক, স্নেহপরায়ন ও উদার মানসিকতার জন্য সবার কাছে অতি জনপ্রিয় ছিলেন তিনি।
খেলার মাঠ থেকে অবসর নিয়ে ২০০২ সালে পঞ্চায়েত নির্বাচনে লড়ে জিপি সভাপতি হিসাবে জয়ী হয়ে সর্বাঙ্গীণ উন্নয়নে কাজ করে যান ধলাই-মলাই জিপিতে। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যু সংবাদ পেয়ে প্রয়াত জিপি সভাপতিকে বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন জনেরা। লাগাতার দুইবার জিপি সভাপতি হিসাবে নির্বাচিত হন তিনি। রাত ৮ টায় নাগাদ নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়।
কাটলিছড়া ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রয়াতের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সভাপতি তাপস পাল, সম্পাদক বিপ্লপ নাগ, ক্রীড়া সংগঠক প্রবাল নন্দী, কংগ্রেসের রাজ্যিক মাইনোরিটি সেলের সাধারণ সম্পাদক ফিরোজ খান চৌধুরী, কাটলিছড়ার প্রাক্তন জিলা পরিষদ সদস্য ইমরুল আলম বড়ভূইয়া, সাহাবাদ জিপির প্রাক্তন জিপি সভাপতি ইবাদুল চৌধুরী, জেলা ইউডিএফের সম্পাদক কবির খান চৌধুরী প্রমুখ।