বড়জালেঙ্গায় দিব্যাঙ্গ ক্যাম্পে পানীয়জল বিতরণ ইয়াসির
বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : বড়জালেঙ্গায় দিব্যাঙ্গ ক্যাম্পে পানীয়জল বিতরণ করল ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) আইরংমারা জিপি কমিটি। শনিবার বড়জালেঙ্গা ব্লক ডেভেলপমেন্ট অফিস প্রাঙ্গণে আয়োজিত ক্যাম্পে ১০০০ জনেরও বেশি লোকের মধ্যে পানীয়জল বিতরণ করা হয়। ক্যাম্পটি কাছাড় জেলা প্রশাসন এবং আইসিডিএস কাছাড় -এর যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল। সহায়তা করে ডিডিআরসি।
এ দিনের ক্যাম্পে দিব্যাঙ্গ সনাক্তকরণ ও স্ক্রিনিং করা এবং তাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা। স্থানীয় জনগণ এবং বিডিও পরমিতা দেব ইয়াসির এই মানবিক কাজের প্রশংসা করেন এবং বিশেষত দিব্যাংদের জন্য এরকম সামাজিক সেবার সাধুবাদ জানিয়েছেন। পানীয়জল বিতরণে উপস্থিত ছিলেন ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়, আইরংমারা জিপি কমিটির সভাপতি প্রদীপ পাসি, গৌরা দাস, বিমল চাষা, হিমাংশু ভূঁইয়া, রামকুমার পাসি, জহরলাল ভূঁইয়া, রামদেও রবিদাস, রঞ্জু দাস, রজদ দাস, মজিল পাসি, কৃষ্ণ পাসি, সন্দীপ বাগদি, পাপ্পু ভূঁইয়া, সুগ্রীব পাসি, অমর কুর্মি প্রমুখ।