বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত্যু ৬ জনের
৪ জানুয়ারি : তামিলনাড়ুর বিরুধনগরে বাজি কারখানায় বিস্ফোরণ। শনিবার সকালে ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। ঘটনাস্থলে রয়েছে দমকল ও পুলিশ। চলছে উদ্ধারকাজ।
হতাহতরা বিরুধনগরের সাত্তুরের ওই বাজি কারখানার শ্রমিক বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। জানা গিয়েছে, আতশবাজির মশলা তৈরির জন্য রাসায়নিক মিশ্রণের প্রক্রিয়া চলাকালীন আচমকা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানায় চারটি ঘর ভেঙে পড়ে। পাশের দু’টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর পুলিশ ও দমকল স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ শুরু করেন। কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।