বারইগ্রাম জফরগড় স্কুলে শহিদ বেদী সংস্কার প্রাক্তনীদের
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : গুণেৎসবের আগেই নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানকে সাজিয়ে তুলতে এগিয়ে এসেছে প্রাক্তন ছাত্রছাত্রীরা। এনিয়ে দফায় দফায় বৈঠক আলোচনা চালিয়ে যাচ্ছে বারইগ্রাম জফরগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংস্থা। শনিবার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কামাল উদ্দিনের পৌরহিত্যে সভায় বিগতদিনের নানা সিন্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা করেন কমিটির কনভেনার অরূপ রায়। তিনি কমিটির বিগত দিনের নানা কার্যসূচি তুলে ধরেন এবং আগামী দিনের কার্যসূচির মাধ্যমে স্কুলের স্থায়ী শহিদ বেদী সংস্কার, সাফাই অভিযান, স্বচ্ছতার জন্য কুড়িটি আবর্জনা সংরক্ষণ করার পাত্র, শিক্ষামূলক দেওয়াল লিখন সহ অন্যান্য উন্নয়নমূলক কার্যসূচি হাতে নিয়ে ইতিমধ্যে শহিদ বেদী সংস্কার ও স্বচ্ছতার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
এ দিন আনুষ্ঠানিক ভাবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজমুল ইসলামের হাতে কুড়িটি ডাস্টবিন তুলে দেওয়ার হয়। উন্নয়নমূলক কাজের জন্য কমিটির সদস্য ছাড়া প্রাক্তন ছাত্রছাত্রীরা আর্থিক অনুদান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দর করে সাজিয়ে তুলতে প্রতিজন প্রাক্তন ছাত্রছাত্রীকে এগিয়ে আসার আহ্বান জানান সভার উপস্থিত প্রাক্তন ছাত্রছাত্রীরা। এদিনের সভায় অংশ গ্রহণ করেন অরুণচন্দ্র ধর, প্রবাল দাস, আফতাব উদ্দিন আহমেদ, সুফিয়ান আহমেদ, অজিত দাস, রফিকুল হক, বিকাশ সেন, সন্দীপ পাল, অরুণ দে, উত্তম সোম, দেবব্রত দাস চৌধুরী, নিশিত দাস, জসিম উদ্দিন, জিয়া উদ্দিন খান, মাসুম আহমেদ, শামীম আহমেদ বাবুল, নিজাম উদ্দিন, বাহারুল ইসলাম, রূপক দাস, জাবিদ সুলতান, রাখাল দাস প্রমুখ।