গাজায় ইজরায়েলি বিমান হামলায় দুদিনে মৃত্যু ১৪০ জন
৪ জানুয়ারি : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইজরায়েলি বিমান হামলার নির্মমতা অব্যাহত রয়েছে।গত দুই দিনে প্রায় ১৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধুমাত্র শুক্রবার ৬১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, আর বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৭৭। এরমধ্যে কাতারে যুদ্ধবিরতি আলোচনা শুরু হওয়ার সাথে সাথেই এই পরিস্থিতি সামনে আসে
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবারের হামলায় নিহত এবং আহতদের সংখ্যা জানিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বৃহস্পতিবারের হামলায় গাজা উপত্যকার অন্তত ৮টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইজরায়েলের বিমান বাহিনী। এতে ৭৭ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ১৪৫ জন।
![গাজায় ইজরায়েলি বিমান হামলায় দুদিনে মৃত্যু ১৪০ জন গাজায় ইজরায়েলি বিমান হামলায় দুদিনে মৃত্যু ১৪০ জন](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/photogrid_17287589168702205379021354021389-1024x364.jpg)
বৃহস্পতি ও শুক্রবারের হামলার পর গাজায় ইজরায়েলি বাহিনীর গত ১৫ মাসের অভিযানে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৫ হাজার ৭১৯ জনে। সেই সঙ্গে এই সময়সীমায় আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৮ হাজার ৫৮৩ জন।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল।