আজ মহালয়া, দেবী পক্ষের সূচনা
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : আজ মহালয়া। আশ্বিন মাসের শুক্লপক্ষে অমাবস্যা তিথিতে পিতৃ পক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা। এই লগ্নে জলাশয় বা নদীর ঘাটে দাঁড়িয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে বৈদিক মন্ত্রচারণ করে জলদান করার প্রাচীন রীতি আজও নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের জন্য রাজ্যের একাধিক নদীর ঘাটে গিয়েছেন অসংখ্য ধর্মপ্রাণ মানুষ৷
মহালয়া হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তিথি যা দুর্গাপূজার সূচনা হিসেবে বিবেচিত হয়। মহালয়ার দিন থেকে দেবী দুর্গাকে পৃথিবীতে আমন্ত্রণ জানানো হয়। এই দিন বাড়ি বাড়ি বেজে ওঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সুরে চণ্ডীপাঠ ও দেবীর আবাহন মন্ত্র। আর মহালয়ায় পিতৃপক্ষের অবসান করে সূচনা হয় দেবীপক্ষের।