সীমানার দেওয়াল নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ মেহেরপুরে, আহত একাধিক

বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : বাড়ির সীমানার দেওয়াল নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত বেশ ক’জন। ঘটনাট ঘটেছে মেহেরপুর আতালবস্তির দাসপাড়া এলাকায়। দেওয়াল নির্মাণ করা নিয়ে রবিবার রাতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহতের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের শিলচর মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

সীমানার দেওয়াল নির্মাণ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ মেহেরপুরে, আহত একাধিক

সোমবার দাসপাড়া এলাকার বাসিন্দা শোভা দাস সংবাদ মাধ্যমকে জানান, বাড়ির সীমানার দেওয়াল নির্মাণের কাজ ৩/৪দিন ধরে চলছে। এই পরিস্থিতিতে রবিবার ১০/১৫ জনের একটি দল হঠাৎ শোভা দাসের পরিবারের উপর আক্রমণ চালায়।লাঠি সহ দলটির ধারালো অস্ত্রের আঘাতে শোভা দাসের মেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।পরিস্থিতি বেগতিক দেখে বাবা আটকাতে গেলে দলটি তাঁকেও মাটিতে ফেলে বেধড়ক মারপিঠ করেছে বলে অভিযোগ।

সীমানার দেওয়াল নির্মাণ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ মেহেরপুরে, আহত একাধিক

শোভা দাস বলেন, প্রীতম দাস, বিজু দাস, জীবন দাস সহ কয়েকজন তাঁর স্বামী ও মেয়ের উপর আক্রমণ চালিয়েছে।  স্বামী ও মেয়ে দুজনই গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনার পর সঙ্কটজনক অবস্থায় দু’জনকে তড়িঘড়ি শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিকে, প্রীতমদের কোন মন্তব্য জানা যায়নি।

Author

Spread the News