সাংসদ খুন : তিন অভিযুক্তকে আট দিনের রিমান্ডে, সিআইডির ১২ দিনের হেফাজতে জিহাদ 

২৪ মে : কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম অপহরণ মামলায় গ্রেফতার তিন আসামির ৮দিনের রিমান্ড মঞ্জুর করল আদালত।

শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। এসময় মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাদের দশদিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফজুর। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ রিমান্ড মঞ্জুর করেন।

সাংসদ খুন : তিন অভিযুক্তকে আট দিনের রিমান্ডে, সিআইডির ১২ দিনের হেফাজতে জিহাদ 

এখনও খোঁজ মেলেনি বাংলাদেশের আওয়ামি লিগের সাংসদ আনওয়ারুল আজিম আনারের দেহ

রিমান্ডপ্রাপ্তরা হলেন, সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলি সাজী ওরফে তানভীর ভূঁইয়া ও সিলিস্তি রহমান।

এ দিকে, এখনও খোঁজ মেলেনি বাংলাদেশের আওয়ামি লিগের সাংসদ আনওয়ারুল আজিম আনারের দেহ। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন। তাঁদের মধ্যে অন্যতম কসাই জিহাদ হাওলাদার। বনগাঁ থেকে গত বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হয়। সেখানে ১২ দিনের সিআইডিকে হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুন অর রশিদ জানিয়েছেন, গ্রেফতারকৃতরা সবাই আনোয়ারুল আজীম হত্যাকাণ্ডে এবং তার লাশ গুম করার কাজে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডটি ভারতে সংঘটিত হওয়ায় এরই মধ্যে ভারতের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একটি প্রতিনিধিদলও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এসে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করেছে।

আনার হত্যার মাস্টারমাইন্ড বলা হচ্ছে তারই ঘনিষ্ঠ বন্ধু আক্তারুজ্জামান শাহীনকে। ঝিনাইদহের কোর্ট চাঁদপুর পৌরসভার মেয়র শহিদুজ্জামান সেলিমের ভাই তিনি। যুক্তরাষ্ট্রে অবস্থানরত শাহিন কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেনের ৫৬ বিইউ ফ্ল্যাটটি ভাড়া নেওয়ার কথা স্বীকার করলেও হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।

Author

Spread the News