আরজি কর : বিদ্যারতনপুর হাসপাতালে শোক পালন মাতৃশক্তি এনজিওর
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন বিদ্যারতনপুর ক্ষুদ্র প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসকের স্মরণে শোক পালন করা হয়। পশ্চিমবাংলার আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের নারকীয় হত্যাকারীদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাহাতে অন্য কোন মৌমিতাকে আর অকালে হারাতে না হয়। কথাগুলি বলেন মাতৃশক্তি এনজিওর উপদেষ্টা আমির হোসেন লস্কর।
বৃহস্পতিবার মাতৃশক্তি এনজিওর ব্যবস্থাপনায় বিদ্যারতনপুর ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসক, নার্স, আশা কর্মী সহ এলাকার সাধারণ মানুষ এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানান। তাঁর আত্মার শান্তি কামনা করে দু’মিনিট নীরবতা পালন করা হয়। এদিনের শোক সভায় বক্তব্য রাখতে গিয়ে মাতৃশক্তি এনজিওয়ের মূখ্য উপদেষ্টা আমির হোসেন লস্কর আরও বলেন ওই চিকিৎসকের সঙ্গে যে নারকীয় ঘটনা সংঘটিত হয়েছে তা মানব সভ্যতা মেনে নিতে পারে না। পৃথিবীর কোথাও যেন এ ধরনের ঘটনা আর সংঘটিত না হয়। এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে, দোষীদের দ্রুত বিচারের ব্যবস্থা করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আমির হোসেন লস্কর ছাড়াও বক্তব্য রাখেন বিদ্যারতনপুর ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডাঃ এস এল মাড়, এবিপিএম সন্দীপ নাথ, অপূর্ব দাস, মাতৃশক্তি এনজিওর সহসম্পাদিকা মুমিনা বেগম লস্কর, সদস্যা বিনারানি রায় প্রমুখ।