মালিগাঁওয়ে বস্তাবন্দি লাশ উদ্ধার

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : গুয়াহাটি নগরে একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে। এ বার গুয়াহাটির মালিগাঁওয়ে বস্তায় ভরে ওই ব্যক্তির দেহ পাওয়া গেল। লাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃতদেহের একটি চোখ বেরিয়েছে। তবে এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

মালিগাঁওয়ে শাটল গেটে রেললাইনের কাছে মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়রা প্রথমে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে জালুকবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে। রেললাইনের কাছে লাশটি পাওয়া গেছে এবং চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ। রাতেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

মালিগাঁওয়ে বস্তাবন্দি লাশ উদ্ধার
মালিগাঁওয়ে বস্তাবন্দি লাশ উদ্ধার

Author

Spread the News