ব্যাটে-বলে কুপোকাত ত্রিবেণী, ৮ উইকেটে জিতলো টাউন ক্লাব

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : প্যারামাউন্ট সুপার ডিভিশন ক্রিকেটে মঙ্গলবার বড় জয় তুলে নিল শিলচর টাউন ক্লাব। মুলতঃ রাজু দাসের অনবদ্য অপরাজিত ব্যাটিংয়ের সুবাদে পর্যদুস্ত হয় ত্রিবেণী। শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এদিনের ম্যাচে তারা  ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারায় ত্রিবেণী ক্লাবকে। ব্যাটে -বলে এদিন টাউনের কাছে পর্যদুস্ত হয় ত্রিবেণী। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে টসে জিতে প্রথমে প্রতিপক্ষ ত্রিবেণী ক্লাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় টাউন ক্লাব। সে সুবাদে ব্যাট ঘুরিয়ে ৩৯.২ ওভার সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৭০ রানের টার্গেট খাড়া করে। অতিরিক্তের খাতা থেকে আসে ১৩ রান। তাদের অভিজিৎ পাল ২৭, রোশন টপনো ৬৭, নিলমজ্যেতি গগৈ ১৪, তাপস দাস ১০,  চিরঞ্জিব দে ১৬ (অপঃ) রান করেন। বোলিংয়ে সাহিল হাসান লস্কর ও প্রসেনজিৎ সরকার ৩টি করে এবং ভারত নেওয়ার, সাগর ছেত্রী, অর্ণব দাস ও অমন ছেত্রী ১টি করে উইকেট নেন।

জবাবি ব্যাটিংয়ে নেমে টাউন ক্লাবের রাজু দাস ৮৯ বলে ৮৩ (অপরাজিত), ভারত নেওয়ার ৫৬ বলে ৫৪ এবং প্রসেনজিৎ সরকার ৩৮ বলে ২৮ রান করেন। ত্রিবেনীর চিরঞ্জীব দে ও নিলমজ্যেতি গগৈ ১টি করে উইকেট লাভ করেন। ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন প্রসেনজিৎ সরকার। তার হাতে পুরস্কার তুলে দেন বিকাশ শ্যাম। এদিনের ম্যাচ পরিচালনা করেন অভিজিৎ দাস ও প্রশান্ত পাল। স্কোরার দীলিপ কুমার দাস।

ব্যাটে-বলে কুপোকাত ত্রিবেণী, ৮ উইকেটে জিতলো টাউন ক্লাব

Author

Spread the News