জাতীয় সড়ক সুরক্ষা মাসে কালাইনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির
জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে কাছাড় জেলার কালাইনে চালক ও সহকারীদের জন্য আয়োজিত বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, সড়ক নিরাপত্তার প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা বৃদ্ধিতে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে গ্রহন করা হয়েছে। কাছাড় জেলা পরিবহন অফিস এবং নেতাজি ছাত্র যুব সংঘ (এনসিওয়াইএস)-এর যৌথ উদ্যোগে সোমবার এলিট ড্রাইভিং স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শিবিরটিতে অংশগ্রহণকারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের সূচনা করেন জেলা পরিবহন আধিকারিক (ডিটিও) রমেশ শ্যাম। তিনি তাঁর উদ্বোধনী বক্তব্যে সড়ক সুরক্ষা এবং দৃষ্টিশক্তির মধ্যেকার সম্পর্কটি স্পষ্টভাবে তুলে ধরেন। তারপরে পেশাদার অপটোমেট্রিস্ট ডাঃ মৃণালকান্তি নাথ লস্করের নেতৃত্বে চক্ষু পরীক্ষা শুরু হয়।
শিবিরে ৭০ জনেরও বেশি অংশগ্রহণকারীর চোখের দৃষ্টিক্ষমতা, পার্শ্বীয় দৃষ্টি এবং রঙের পার্থক্য বোঝার ক্ষমতা পরীক্ষা করা হয়। এর মধ্যে প্রায় ৪০ জনের দৃষ্টিজনিত বিভিন্ন সমস্যা ধরা পড়ে, যাঁদের উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়।
এছাড়াও, সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন লিফলেট ও ব্রোশিওর বিতরণ করা হয়। এলিট ড্রাইভিং স্কুলের মালিক আবু মহম্মদ আব্দুল্লা বড়ভূইয়ার উদ্যোগে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়। শিবিরে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন সীমান্ত দাস (ইআই), পার্থ টেরাং (এআইই), মৃণালকান্তি সিনহা (এআইই), সমাজকর্মী মওলানা এনামুল্লাহ এবং শিবিরের প্রধান আয়োজক আব্দুল্লা বড়ভূইয়া।
শিবিরের অংশগ্রহণকারীদের বিনামূল্যে চশমা ও ওষুধ সরবরাহ করা।
শিবির শেষে এনসিওয়াইএস-এর প্রকল্প সমন্বয়কারী সুরজ পাল ভবিষ্যতে নিয়মিত এমন উদ্যোগের আহ্বান জানান। পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স নবীকরণে বাধ্যতামূলক চক্ষু পরীক্ষা এবং সড়ক সুরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ওয়ার্কশপ আয়োজনের পরামর্শ দেন।