চলন্ত বাইকে আগুন, পুড়ে ছাই
বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : দাউ দাউ করে জ্বলে উঠল একটি চলন্ত বাইক। মঙ্গলবার সন্ধ্যারাতে এমনই এক ঘটনা সংঘটিত হল শিলচর শহরের রাঙ্গিরখাড়ি পেট্রোল পাম্পের সামনে। জানা যায়, শহর থেকে বাড়িতে যাওয়ার পথে রাঙ্গিরখাড়ি পেট্রোল পাম্পের সামনে আসার পর হঠাৎ বাইকে আগুন লেগে যায়। মূহুর্তের মধ্যে পুরো বাইকে আগুন ছড়িয়ে পড়ে এবং ছারখার হয়ে যায়।