কুলিন্দরকে কুর্নিশ জানিয়ে চাকরির ঘোষণা বিশাল দাদলানির, এক লাখ পুরস্কার ব্যবসায়ীর

৮ জুন : চণ্ডীগড় বিমানবন্দরে নব-নির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনাকে চড় মারার ঘটনায় দেশজুড়ে চর্চা চলছে। তবে ঘটনা প্রসঙ্গে এক্কেবারেই চুপ গোটা বলিউড। কোনও বলি তারকাকেই এবিষয়ে মুখ খুলতে দেখা যায়নি। তাঁকে চড় মারার ঘটনায় বলিউড চুপ থাকায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েও পরে সেই পোস্ট মুছে দেন কঙ্গনা রানাওয়াত।

তবে এবার চড় কষানোর ঘটনায় মুখ খুললেন সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে চড় মারারর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিশাল।

বিশাল দাদলানি লিখেছেন, CISF মহিলার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হলে, তিনি তাঁর চাকরি নিশ্চিত করতে চান। বিশাল দাদলানি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ঘটনার একটা ভিডিও শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘আমি কখনওই হিংসা সমর্থন করি না। তবে আমি এই CISF কর্মীর রাগের কারণ বুঝতে পারি। সিআইএসএফ যদি তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়, তবে আমি ওঁর চাকরি নিশ্চিত করব, যদি তিনি সেই চাকরি গ্রহণ করতে চান। জয় হিন্দ। জয় জওয়ান। জয় কিষাণ।’

এ দিকে, গ্রেফতার হওয়া সিআইএসএফের কনস্টেবল কুলিন্দর কৌরের জন্য ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন শিবরাজ সিং বাইনস নামে মোহালির এক ব্যবসায়ী। তিনি জানান, থাপ্পড়কাণ্ডে অভিযুক্তকে ১ লাখ টাকা পুরস্কার দেবেন।

একটি ভিডিও শেয়ার করে ওই ব্যবসায়ী কুলিন্দর কৌরকে কুর্নিশ জানান তিনি। পঞ্জাবের সংস্কৃতি এবং মানুষের ভাবাবেগকে বাঁচানোর জন্য ওই সিআইএসএফ কনস্টেবলের প্রশংসা করেন তিনি।

একইসঙ্গে কুলিন্দরের পাশে দাঁড়িয়েছেন তার ভাই হিসেবে পরিচয় দেওয়া শের সিং মাহিওয়াল নামের এক ব্যক্তি। একইসঙ্গে তিনি বলেছেন, বোনকে পুরোপুরি সমর্থন করি।

Author

Spread the News