হাতির পিঠে বসে দেখলেন কাজিরাঙা প্রধানমন্ত্রী
বরাক তরঙ্গ, ৯ মার্চ : কাজিরাঙা জাতীয় উদ্যানে টাইগার রিজার্ভ ও ইউনেস্কো হেরিটেজ সাইট দর্শন করলেন মোদি। হাতির পিঠে চেপে জঙ্গল সাফারি করেন মোদি। কাজিরাঙার দুর্ভেদ্য জঙ্গলে প্রবেশ করেন জিপে। প্রসঙ্গত, এই প্রথম কাজিরাঙার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার সকালে তিনি মিহিমুখ এলাকা থেকে হাতির পিঠে চড়েন। ঘুরে দেখেন মধ্য কোহরা রেঞ্জ। এরপর গভীর অরণ্যে করেন জিপ সাফারি। তাঁর সঙ্গে ছিলেন পার্কের ডিরেক্টর সোনালি ঘোষ এবং অন্যান্য বন আধিকারিকরা। শুক্রবার সন্ধেয় তিনি কাজিরাঙা এসেছেন। সেখানে রাত্রিবাস করেছেন। এদিন জঙ্গল সাফারির পর জনসভা রয়েছে। তারপর শিলিগুড়ি আসবেন মোদি।