মসজিদে সমীক্ষা নিয়ে উত্তপ্ত, বন্ধ ইন্টারনেট ও স্কুল

২৫ নভেম্বর : মসজিদে সমীক্ষাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল উত্তরপ্রদেশের সম্ভল। রবিবার ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। উত্তপ্ত রয়েছে পরিস্থিতি। সম্ভলজুড়ে (Sambhal) বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বহিরাগতদের প্রবেশেও বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।

সম্ভলের শাহি জামা মসজিদ নিয়ে একটি মামলা হয় সুপ্রিম কোর্টে। মামলায় দাবি করা হয়, অতীতে সেখানে হিন্দু মন্দির ছিল। মুঘল আমলে তা ভেঙে মসজিদ তৈরি হয়। মামলার ভিত্তিতে মসজিদ সমীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত। গত ১৯ নভেম্বর পুলিশ মোতায়েন করে প্রথম দফায় সমীক্ষা চালানো হয়। সেদিন থেকেই উত্তেজনা বাড়ছিল গোটা এলাকাজুড়ে। রবিবার দ্বিতীয় দফায় সমীক্ষার জন্য সরকারি আধিকারিকরা মসজিদে পৌঁছোলে অশান্তি তীব্র হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বহু মানুষ মসজিদের সামনে জড়ো হন। আধিকারিকরা প্রবেশ করতে গেলে ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। পুলিশের গাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা। যদিও মসজিদের প্রধান বারবার জনতাকে সরে যেতে অনুরোধ করেন। জানা যায়, পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। অশান্তির ঘটনায় ইতিমধ্যে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। এই পরিস্থিতিতে এলাকায় শান্তি বজায় রাখতে একগুচ্ছ পদক্ষেপ করেছে প্রশাসন।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।

মসজিদে সমীক্ষা নিয়ে উত্তপ্ত, বন্ধ ইন্টারনেট ও স্কুল

Author

Spread the News