এবার মন্ত্রিসভায় বরাকের শূন্য স্থান পূরণ করা হোক

বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর, সোমবার,
বার মন্ত্রিসভায় বরাকের শূন্য স্থান পূরণ করা হোক। উপনির্বাচনে যথারীতি ধলাইবাসী মুখ্যমন্ত্রীকে উপহার দিলেন। বরাকের স্বার্থে মন্ত্রিসভার সম্প্রসারণ করে বরাকের যেকোন বিধায়ককে অন্তর্ভুক্ত করে বরাকবাসীর দাবি বাস্তবায়িত করা হোক। প্রথমবারের মতো দীর্ঘদিন ধরে মন্ত্রী শূন্য বরাক পড়ে রয়েছে। হিমন্ত সরকারে বরাক থেকে পরিমল শুক্লবৈদ্য একমাত্র মন্ত্রী ছিলেন। কিন্তু এবার তিনি সংসদে নির্বাচিত হওয়ায় অসম মন্ত্রিসভায় বরাক উপত্যকা থেকে শূন্য প্রতিনিধিত্ব রয়েছে। এরপর মন্ত্রিসভায় বিভাগের দায়িত্বের রদবদল হলেও সম্প্রসারণ হয়নি।

মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন আগস্টের আগে অসমের মন্ত্রিসভা সম্প্রসারিত হবে। এও বলেছিলেন মন্ত্রিসভা সম্প্রসারণে বেশ কয়েকজন নয়া মুখ অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরাক উপত্যকা থেকে যে কোনও এক-দুজন মন্ত্রী জায়গা পাবেন তা নিশ্চিত। কিন্তু বিভিন্ন কারণে মন্ত্রিসভার সম্প্রসারণ হয়নি।

তাই বরাক উপত্যকার স্বার্থে এক বা দু’জন বিধায়ককে মন্ত্রিত্ব দিয়ে খালি জায়গাটি পূরণ করা হোক। একটি উপত্যকায় এক বা দু’জন মন্ত্রী থাকলে উন্নয়নে বাড়তি সুবিধা হয়। মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হোক।

Author

Spread the News