বিবাহবার্ষিকীতে সস্ত্রীক রক্তদান ডোনার্স ফোরামের কেন্দ্রীয় প্রচার সচিবের
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : কাছাড় ক্যানসার হাসপাতালের ব্লাড সেন্টারে ফোরামের কাছাড় জেলা কমিটির সহযোগিতায় শিলচর অখণ্ড মহিলা সমিতির সভানেত্রী মণিকা দাস তাঁর স্বামী প্রয়াত সুশান্ত কিশোর দাসের স্মৃতিতে শনিবার ইনহাউস রক্তদান শিবিরের আয়োজন করেন। সহযোগিতায় ছিল এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
এদিনের শিবিরে একজন মহিলা সহ ৭ জন রক্তদান করেন। এঁরা হলেন সঞ্জীব দেব, সমরেশ রায়, কাজল দেব, অরিজিৎ দাস, পার্থ রায় ভৌমিক, সুজয় নাথ ও পঞ্চমী নাথ। এই শিবিরেই বিবাহবার্ষিকী উপলক্ষে পুত্র সম্প্রীতকে পাশে নিয়েই রক্তদান করেন ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ ও ফোরামের মহিলা শাখার সদস্যা পঞ্চমী নাথ। দম্পতি সহ সবাইকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শংসাপত্র ও মেডেল এবং কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারের পক্ষ থেকে পৃথক শংসাপত্র প্রদান করা হয়। এইচডিএফসি ব্যাঙ্কের পক্ষ থেকে একটি উপহারও তুলে দেন ব্যাঙ্কের অপারেশন ম্যানেজার অমিত দফতারি সহ ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারের কর্মীরা।
শিবিরে ফোরামের কেন্দ্রীয় সম্পাদক আশু পাল, কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল, কার্যকরী সভাপতি নবেন্দু নাথ, সহ-সভাপতি রঞ্জিত মিশ্র, সহ-সাধারণ সম্পাদক দেবালয় ভাওয়াল সহ আয়োজকদের পক্ষে সম্রাজ্ঞী দাস, মান্যতা দে, অঞ্জলি দাস, পান্নালাল রায়, বসুমিত্রা রায়, কুন্তলা মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
শিবিরে কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারের আরএমও ডাঃ দিলোয়ার হোসেনের নেতৃত্বে রক্ত সংগ্রহ করা হয়। তাঁকে সহযোগিতা করেন কাউন্সিলর শতরূপা কংসবণিক, টেকনিশিয়ান সুপারভাইজর জহিরুল ইসলাম, আয়ান চাকমা, অনুরাধা দেব, বেনজির বড়ভূইয়া, প্রিয়ঙ্কা সিং, অঞ্জলি সিনহা, মমতা রাজবংশী প্রমুখ।