মাতৃভূমি-র সেমিতে জামালপুর
জাতীয় ক্রীড়া দিবসে সংবর্ধিত চার ক্রীড়াবিদ
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : প্রত্যাশিত ভাবেই মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল ২০২৪ সালের অন্যতম খেতাবি দাবিবার তথা গত বছরের রানার্স আপ জামালপুর এফসি। বৃহস্পতিবার ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ মথুরাপুর এফসি দলকে ২-০ গোলে হারিয়েছে তারা।
এদিন খেলার প্রথমার্ধ ছিল গোল শূণ্য। দ্বিতীয়ার্ধের খেলায় দুটি গোল করে জামালপুর এফসি, খেলার ৪০ ও ৪৮ মিনিটে গোল করেন অভয় ও আকন। এই জয়ের সুবাদে দ্বিতীয় দল হিসাবে মাতৃভূমি কাপের সেমিফাইনালে প্রবেশ করেছে জামালপুর।
এদিনের খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, কমরুজ্জামান লস্কর ও প্রবীন বর্মন। চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন জামালপুর এফসি দলের খেলোয়াড় মিংলু। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন প্রাক্তন ফুটবলার নারায়ণচন্দ্র দাস। শুক্রবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে ব্রাইট স্টার ক্লাব ও ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স পরষ্পরের মুখোমুখি হবে।
এদিন খেলার শুরুতে জাতীয় ক্রীড়া দিবসে হকির যাদুকর মেজর ধ্যানচাঁদকে যথাযোগ্য সম্মান জানানো হয়। ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান আয়োজক মাতৃভূমি-র সভাপতি সীতাংশু দাস সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা। জাতীয় ক্রীড়া দিবসকে উপলক্ষে এদিন প্রাক্তন ফুটবলার তথা ক্রীড়া সংগঠক তুষারকান্তি বর্মণ, শিশিরকুমার বর্মণ, ইন্দ্রজিৎ সিংহ ও নারায়ণ চন্দ্র দাসকে ক্রীড়া ক্ষেত্রে তাদের বিশেষ অবদানের জন্য সম্মাননা জানানো হয় মাতৃভূমির তরফে।