জাতীয় ক্রীড়া দিবসে ১৮ জন বিশিষ্ট ক্রীড়াবিদ ও খেলোয়াড়কে সংবর্ধনা বরাক বার্তার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : মেজর ধ্যানচান সিংহের জন্ম দিবস অর্থাৎ  জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে বরাক উপত্যকার ১৮ জন বিশিষ্ট ক্রীড়াবিদ ও খেলোয়াড়কে সংবর্ধনা জানালো সংবাদ মাধ্যম বরাক বার্তা। জেলা, রাজ্য ও জাতীয় স্তরে বিভিন্ন ইভেন্টে প্রতিভা প্রদর্শনের জন্য সংবর্ধনা প্রদান করা হয়। বৃহস্পতিবার শিলচর ইলোরা হেরিটেজ হলে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিডিসি নোমিন বে, শিলচর ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় শংকর দাস, হকি প্রশিক্ষক নির্মাল্য নাথ, জেলা ক্রীড়াধিকারিক সার্থী টেরঙ, বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার বর্তমান সভাপতি রতন দেব, প্রাক্তন সভাপতি রিতেন ভট্টাচার্য, প্রাক্তন সম্পাদক দেবাশিস সোম, লক্ষীপুর পূর্ব কাছার প্রেসক্লাবের সম্পাদক পুলক দাস, সভাপতি কবীর আহমেদ লস্কর, যোগাবিদ সানু চৌধুরী প্রমুখ।

এদিনের অনুষ্ঠানে প্রথম পর্যায়ে মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। তারপর আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করেন বরাক বার্তার সাব এডিটর সঞ্জীব কুমার সিং। প্রদীপ প্রজ্জ্বলন করে সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে কচিকাঁচা শিল্পীরা, দেশাত্মবোধক সঙ্গীত ও খেলাধুলা সম্বন্ধীয় সঙ্গীতের মাধ্যমে নৃত্য পরিবেশন করে দর্শক শ্রোতাদের মনোরঞ্জন করেন।

জাতীয় ক্রীড়া দিবসে ১৮ জন বিশিষ্ট ক্রীড়াবিদ ও খেলোয়াড়কে সংবর্ধনা বরাক বার্তার

অনুষ্ঠানে সংবর্ধিত হলেন জুনিয়র ন্যাশনাল ফুটবলার নিবিড়জ্যোতি শইকিয়া, জুনিয়র স্কুল লেভেল ন্যাশনাল প্লেয়ার ভিকি সিন্দাই, রাজ্য স্তরের অ্যাথালিট মোঃ আহাদ হোসেন লস্কর, টেনিস ও ক্রিকেট খেলোয়াড় শিবাশিস দত্তগুপ্ত, মেয়েদের অনূর্ধ্ব ১১ বছরের বিভাগে সর্বভারতীয় স্তরে প্রথম র‍্যাঙ্কপ্রাপ্ত দ্বিবীজা পাল, ব্যাডমিন্টন আন্তরজ্য চ্যাম্পিয়ন শিবাংশ সাউ, ব্যাডমিন্টন অনূর্ধ্ব ১৩ আন্তজেলা খেলোয়াড় দিব্যংকা সাউ, অনুর্ধ ১৯ আন্তজেলা ক্রিকেট তথা অনূর্ধ্ব ১৬ বছরের জাতীয় স্তরের ক্রিকেট খেলায় বিশেষ ভূমিকা পালন করার জন্য অনিকেত বাষ্পর, জাতীয় স্তরে প্রথম খো খো রেফারী হিসাবে পরীক্ষা পাস করে উত্তীর্ণ হয়ে আসা অজিত দাশ, ফুটশোল ফুটবল প্রশিক্ষণ ও প্রচারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করার জন্য এনজি ব্রজকিশোর সিংহ ও টেবিল টেনিসে রাজ্য স্তরে বিশেষ প্রদর্শনের জন্য বিপ্রজিৎ পাল।

জাতীয় ক্রীড়া দিবসে ১৮ জন বিশিষ্ট ক্রীড়াবিদ ও খেলোয়াড়কে সংবর্ধনা বরাক বার্তার

এদিকে, লং টেনিসের কোচিং এবং বিভিন্ন ইভেন্টে উল্লেখ নিও প্রদর্শন করার জন্য অর্ণব সোহেল দত্তগুপ্ত কে উত্তরীয় মেমেন্টো ও উপহার প্রদান করে সম্মানিত করা হয়। হকি খেলোয়াড় হিসাবে লাভলি দাস বিক্রমজিত নাথ ও আকাশ মৃধাকে সম্মানিত করা হয়।

জাতীয় ক্রীড়া দিবসে ১৮ জন বিশিষ্ট ক্রীড়াবিদ ও খেলোয়াড়কে সংবর্ধনা বরাক বার্তার

অনুষ্ঠানের মুখ্য অতিথি ডিডিসি নমিন বে বলেন রাজ্য ও কেন্দ্র সরকার খেল মহারণ এর মাধ্যমে গ্রাম শহর থেকে প্রচুর পরিমাণে খেলোয়াড় তুলে আনতে সক্ষম হয়েছে এবং খেলোয়াড়দের বিভিন্ন ইভেন্টে প্রচুর পরিশ্রম করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে এবং এই ক্ষেত্রে আত্মবিশ্বাস সম্পূর্ণরূপে ধরে রাখতে হবে তাহলেই তাদের জীবনে সফলতা আসবে।

Author

Spread the News