ইসকনের রথযাত্রার সূচনা দীপায়নের, উপচে পড়া ভিড়

বরাক তরঙ্গ, ৭ জুলাই : প্রতি বছরের ন্যায় এবারও শিলচরে জগন্নাথ দেবের রথযাত্রা বের হল। রবিবার জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শিলচরের ইসকন মন্দির, গোপাল আখড়া নরসিং আখড়া, গৌড়িয়া মঠ, শ্যামসুন্দর আখড়াকে সুসজ্জিত ভাবে সাজিয়ে তোলা হয় এবং জগন্নাথ দেবকে পূজা অর্চনা করে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথে বসানো হয়।

ইসকনের রথযাত্রার সূচনা দীপায়নের, উপচে পড়া ভিড়

রথযাত্রাকে কেন্দ্র করে শিলচর শহরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।এবং রথযাত্রা উপলক্ষে শিলচর শহরে বিভিন্ন জায়গাতে মেলা বসতে দেখা যায়। শিলচর ইসকন মন্দিরের রথযাত্রার রথের সামনে সোনার ঝাড়ু  দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের যাত্রার সূচনা করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তারপর ইসকনের রথ শিলচর শহর পরিক্রমা করে শিলচর রাঙ্গিরখাড়ি জগন্নাথ দেবের মাসি গুণ্ডিচার বাড়িতে নিয়ে রাখা হবে। তারপর পুনরায় ফিরা রথের দিন জগন্নাথ, সুভদ্রা, বলরামকে আবার মন্দিরে নিয়ে স্থাপন করা হবে। রথের রশিতে টান দিতে শিলচর শহরে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়।

Author

Spread the News