রবিবার শিলচরে লায়ন্স হাট বাজার

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : লায়ন্স ক্লাব ইন্টারনেশনেল ডিস্ট্রিক্ট ৩২২জি এর উদ্যোগে আগামী রবিবার ১৫ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে শিলচর হাইলাকান্দি রোডের আসাম প্লেসে অনুষ্ঠিত হবে তৃতীয় লায়ন্স হাট বাজার। হাট বাজারের ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন্স অভিষেক দাসের নেতৃত্বে ও  বরাক উপত্যকার ২৪টি লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের যৌথ পরিচালনায় আর্থিক দিক থেকে দুর্বল পরিবারের মানুষের মধ্যে এক মেগা কাপড় ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিতরন ও মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে।

লায়ন্স হাট বাজার থেকে নিজেদের পছন্দমতো কাপড়, বাসনপত্র, খেলনা, লেডিজ পার্স, ব্যাগ, জুতা বাজার করে নিতে পারবেন সকলে। এই জন্য এক হাজার পরিবারের মধ্যে কুপন বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে লায়ন্স ইন্টারনেশনেল ডিস্ট্রিক্ট ৩২২জি-র গভর্নর লায়ন্স সীমা গোয়েনকা সহ বিশিষ্টজনেরা গুয়াহাটি থেকে এসেছেন।

এছাড়াও লায়ন্স সদস্যদের পরিবেশনায় থাকবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানকে সুন্দর ও সফল করে তুলতে ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন অভিষেক দাস সবার সক্রীয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। লায়ন্স হাট বাজারের প্রচার বিভাগের আহ্বায়ক লায়ন দিলু দাস খবর জানিয়েছে।

রবিবার শিলচরে লায়ন্স হাট বাজার
রবিবার শিলচরে লায়ন্স হাট বাজার

Author

Spread the News