দামছড়ায় উদ্ধার ১১ কোটি টাকার হেরোইন, আটক দুই
বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেশা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। দামছড়া থানা অধীন এলাকা থেকে মাদক সহ আটক করেন দুই কারবারীকে।
পুলিশ কাসকাউপাড়া এলাকার সঞ্জিত দেববর্মার বাড়িতে অভিযান চালিয়ে সাতানব্বইটি সাবান কেস ভর্তি হেরোইন উদ্ধার করে। বাড়ি মালিক সঞ্জিত দেববর্মা পুলিশি অভিযানের আঁচ করতে পেরে বাড়ি থেকে পালিয়ে যায়। তার স্ত্রী রিনপুই রিয়াং(৩৭) সহ বুদ্ধিরাম দেববর্মা নামের অপর এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং জানান, সাতানব্বই প্যাকেটে মোট এক কেজি একশো চৌষট্টি গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার কালোবাজারি মূল্য আনুমানিক এগারো কোটি ছয় লক্ষ টাকার মতো।