গণধর্ষনের শিকার নাবালিকা, গ্রেফতার দুই
বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : দিনদুপুরে গণধর্ষনের শিকার এক নাবালিকা। গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানার আওতাধীন পদ্মবিল সিলেটি ক্যাম্প এলাকার এক নাবালিকাকে দুই নরপিচাশ মিলে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। ন্যাক্কারজনক এই ঘটনা নিয়ে গোটা পানিসাগার মহকুমায় চাঞ্চল্য বিরাজ করছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সিলেটি ক্যাম্প এলাকার এক নাবালিকাকে নির্জনে পেয়ে দুই যুবক মিলে ধর্ষণ করে। পরে প্রাণে মারতে তার হাত-পা বেধে রাস্তার পাশে নিয়ে গেলে ঘটনাটি কিছু মানুষের নজরে পড়ায় ধর্ষকরা পালিয়ে গা ঢাকা দেয়। নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই পাশবিক কাণ্ডে উসমান আলি ও আজির উদ্দিন নামের দুই নরপিচাশকে গ্রেফতার করা হয়।তাদের বাড়ি পানিসাগর মহকুমার রৌয়ায়। ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নাবালিকাকে দেখতে ধর্মনগর মহকুমা হাসপাতালে ছুটে যান। তিনি ধর্ষিতার মৌখিক বয়ান রেকর্ড করে রাতেই এ কাণ্ডে জড়িতদের আটক করে থানায় নিয়ে আসেন।