কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, শহিদ ২ জওয়ান

১৪ সেপ্টেম্বর : চলতি মাসেই বিধানসভা ভোট জম্মু ও কাশ্মীরে। তার আগে উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন ২ জওয়ান। জখম আরও ২। হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।

রাতভর কিস্তওয়ার জেলায় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলে। সেনা সূত্রে খবর, ভোটমুখী কাশ্মীরে নাশকতার ছক কষছে জঙ্গিরা। সেই খবর মেলে গোয়েন্দা সংস্থাগুলির। শুক্রবার খবর আসে কিস্তওয়ার জেলায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা। তারপরই যৌথ অভিযানে নামে সেনাবাহিনী ও কাশ্মীর পুলিশ। জানা গিয়েছে, জওয়ানদের দেখে জঙ্গলের দিক থেকে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। তখনই চার জওয়ান গুলিবিদ্ধ হন। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দু’জনের মৃত্যু হয়। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর আকাশপথে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। পাশাপাশি উত্তপ্ত হয়ে রয়েছে বারামুল্লাও। নাশকতার ছক ভেস্তে দিতে জারি রয়েছে অভিযান। ছবি প্রতীকী।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।

কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, শহিদ ২ জওয়ান
কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, শহিদ ২ জওয়ান

Author

Spread the News