ছাত্রজনতার আন্দোলনে দুই হাতে দুই পিস্তল নিয়ে গুলিবর্ষণ, গ্রেফতার রুবেল

১৪ সেপ্টেম্বর : বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে রাজশাহীতে দুই হাতে দুই পিস্তল নিয়ে গুলিবর্ষণ করা জহিরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। কুমিল্লার দাউদকান্দি থেকে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। আন্দোলন দমাতে দুই হাতে দুটি পিস্তল নিয়ে গুলিবর্ষণ করতে দেখা যায় রুবেলকে।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা।

ছাত্রজনতার আন্দোলনে দুই হাতে দুই পিস্তল নিয়ে গুলিবর্ষণ, গ্রেফতার রুবেল
ছাত্রজনতার আন্দোলনে দুই হাতে দুই পিস্তল নিয়ে গুলিবর্ষণ, গ্রেফতার রুবেল

Author

Spread the News