কবি সুচরিতা সিংহের ‘হমাজি’ সাহিত্য পত্রিকার উন্মোচন করিমগঞ্জে
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৭ জুলাই : কবি সুচরিতা সিংহের সম্পাদিত ‘হমাজি’ নামের ত্রিভাষিক ষান্মাসিক সাহিত্য পত্রিকার চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন করলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অবসরপ্রাপ্ত শিক্ষিকা গীতা মুখার্জি সহ বিশিষ্টজনেরা। রবিবার দুপুরে করিমগঞ্জ গাছকালিবাড়ি রোডে গীতা মুখার্জির বাসভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে পত্রিকাটি উন্মোচন করা হয়। অতিথি বরণের পর সম্পাদিকা সুচরিতা সিংহ তাঁর স্বাগত বক্তব্যে বলেন, বিষ্ণুপ্রিয়া মণিপুরী, বাংলা ও অসমিয়া ভাষার কবিতা হমাজি পত্রিকায় স্থান দেওয়া হয়।

অসম-ত্রিপুরা, কলকাতা সহ বাংলাদেশের বিভিন্ন মহিলা লেখিকাদের কবিতা স্থান দেওয়া হয়েছে এই পত্রিকায়। মূলত নারীদের কলম ধারণের অভ্যাস গড়ে তুলতে এবং ভাষা অলংকারের কারুকার্যতা আয়ত্বে আনতে এই ক্ষুদ্র প্রয়াস মাত্র। পত্রিকাটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব করিমগঞ্জের সভাপতি পি কে রায়, বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, কবি ছন্দা দাম, শিক্ষিকা দেবলীনা কর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শীমা শর্মা, নির্মাল্য মুখার্জি, পুলকেশ সিংহ প্রমুখ। গোটা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি ছন্দা দাম।