সড়কের কাজ নিম্নমানের, সরব কংগ্রেস

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : রাঙ্গিরখাড়ি থেকে ক্যাপিটাল পর্যন্ত  সড়ক নির্মাণ কাজ নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ তুলল শিলচর জেলা কংগ্রেস। শুক্রবার রাতে সড়কের কাজ চলাকালীন শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল কাজ দেখতে যান। ওই সময় এনএইচআইডিসিএল এর ডেপুটি জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরি উপস্থিত ছিলেন। কেন ফুটপাথ থেকে ফুটপাত সড়ক নির্মাণ  হচ্ছে না প্রশ্ন তুলেন জেলা সভাপতি অভিজিৎ পাল। স্পেসিফিকেশন মেনে পিচ ঢালা হচ্ছে না কেন, কেন হচ্ছে না গ্রেডেশন ও তাপমাত্রার যাচাই বিষয় গুলো নিয়ে ডেপুটি ম্যানেজারকে বিঁধলেন তিনি। কোন জবাব না দিয়ে উল্টো কথা বললে কংগ্রেসিরা ক্ষেপে ওঠেন। এরপর ডিএম তাঁদের কোন কিছু না বলে সেখান সরে গেলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন কংগ্রেসিরা।

জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, সড়কের কাজ অতি নিম্ন মানের হচ্ছে। বছর ঘুরতেই সড়কটি কঙ্কাল রূপ নেবে। এ নিয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। অভিজিৎ পাল অভিযোগ করে বলেন, শাসক দলের কিছু নেতা ও বিভাগীয় কর্মীরা মিলে অর্থ লুটপাট করে খাচ্ছে। তিনি বলেন, কাজের অনিয়ম ধরিয়ে দিলে ডিএম বলছেন বিলের সময় দেখবেন। এমন মন্তব্যে তীব্র ভাষায় নিন্দা জানান। তিনি বলেন, শহরবাসী পুজোর তিনদিনের জন্য সড়ক চাননি, স্থায়ী সমাধান চেয়েছেন।

সড়কের কাজ নিম্নমানের, সরব কংগ্রেস
সড়কের কাজ নিম্নমানের, সরব কংগ্রেস

Author

Spread the News