নবীর জন্মদিনে নাগাটিলা থেকে সোনাই পর্যন্ত শান্তি মিছিল, মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা 

নবীর জন্মদিনে নাগাটিলা থেকে সোনাই পর্যন্ত শান্তি মিছিল, মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা 

বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : আগামী ১৬ সেপ্টেম্বর, সোমবার পয়গম্বর হজরত মুহাম্মদ (সঃ) জন্মদিনে খুশির মিছিল বের করা হবে। কাছাড় জেলা জুলুসে মোহাম্মদি উদযাপন কমিটির ব্যবস্থাপনায় এদিন শিলচর শহরতলি নাগাটিলা রহমানিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে সকাল ৭ টার সময় জুলুসের মিছিল শুরু হবে।  এরপর আউলিয়া বাজার, সোনাবাড়িঘাট হয়ে সোনাই ফুটবল মাঠে গিয়ে পৌঁছবে মিছিলটি। সেখানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বরাক উপত্যকার বিশিষ্ট মওলানা ও বক্তারা উপস্থিত থাকবেন।

নবীর জন্মদিনে নাগাটিলা থেকে সোনাই পর্যন্ত শান্তি মিছিল, মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা 

এ বছর জুলুসে মোহাম্মদি (সাঃ) এর বিশাল শান্তি মিছিলে সাউন্ড সিস্টেম বর্জন করা হয়েছে। শান্তি শৃঙ্খলাভাবে জুলুসের মিছিলে পদযাত্রায় অংশ নিতে সবাইকে আহ্বান জানানো হয়। আর যদি কেউ যানবাহন নিয়ে অংশ গ্রহন করেন, তাহলে সাউন্ড বা ডিজে সিস্টেম সম্পূর্ন ভাবে পরিহার করতে বলা হয়েছে। নবীর জন্মদিনে এবারের মিছিলে সম্পূর্ণ ভাবে মাইক ব্যবহার নিষেধ করা হয়েছে। এরপরও যদি কেউ মাইক ব্যবহার করেন তাহলে প্রশাসন আইনি ব্যবস্থা নেবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীদের দ্বারা শরিয়ত পরিপন্থী কোনও কাজ না হয়, তার প্রতি খেয়াল রাখতে বলা হয়েছে। জুলুসে মোহাম্মদি উদযাপন কমিটির পক্ষে এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।

এদিকে, হজরত মোহাম্মদ (সাঃ) এর জন্মদিনকে বিশ্বজুড়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ) হিসেবে পালন করেন ধর্মপ্রাণরা। বিভিন্ন জায়গায় পতাকা লাগানো ও  আলোকসজ্জা করা সহ ওয়াজ, মিলাদ নানা অনুষ্ঠান করা হয়।

Author

Spread the News