বাড়ল রান্নার গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি ৫০ টাকা

৭ এপ্রিল : দাম বাড়ল রান্নার গ্যাসের। সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে দামবৃদ্ধির কথা সোমবার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ক্রেতাদেরও গুনতে হবে অতিরিক্ত দাম।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী সোমবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাপ্রাপ্ত ক্রেতাদের এখন একটি সিলিন্ডার কিনতে ৫০০ টাকা দিতে হয়।

বাড়ল রান্নার গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি ৫০ টাকা

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বলেছেন, “পিএমইউওয়াই (উজ্জ্বলা যোজনা) সুবিধাভোগীদের জন্য, প্রতি সিলিন্ডারের দাম ৫০০ টাকা থেকে বেড়ে হল ৫৫০ টাকা। অন্যান্য গ্রাহকদের জন্য, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮০৩ টাকা থেকে বেড়ে হচ্ছে ৮৫৩ টাকা।” তিনি আরও জানান যে, এই বৃদ্ধি সাধারণত প্রতি ২-৩ সপ্তাহে পর্যায়ক্রমিক পর্যালোচনা সাপেক্ষে।

Author

Spread the News