শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের সূচনা ও কল্পতরু দিবস উৎসব পালন

শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের সূচনা ও কল্পতরু দিবস উৎসব পালন

বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে কল্পতরু উৎসব উপলক্ষে ভক্তদের ভিড় জমে ওঠে মন্দির প্রাঙ্গনে। সোমবার বিকেল অসংখ্য ভক্তদের মধ্যে কল্পতরু দিবস উৎসব পালনের তাৎপর্য তুলে ধরেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গনধীশানন্দ মহারাজ। তিনি বলেন, ১ জানুয়ারি, ১৮৮৬ সালে কল্পতরু উৎসবের সূচনা করেন রামকৃষ্ণ পরমহংসদেব। কল্পতরু, অর্থাৎ যা ভক্তের মনস্কামনা পূর্ণ করে৷ কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷ বলেছিলেন, ‘তোমাদের চৈতন্য হোক’৷ তারপর থেকে প্রতিবছর জানুয়ারি মাসের পয়লা তারিখে এই উৎসব উদযাপিত হয়। এই দিন ঠাকুর রামকৃষ্ণ পরমহংস তাঁর অনুগামীদের কাছে নিজেকে ‘ঈশ্বরের অবতার’ বলে ঘোষণা করেছিলেন।

শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের সূচনা ও কল্পতরু দিবস উৎসব পালন

এরপর সন্ধ্যায় মন্দিরের চারিদিকে অগণিত মোমবাতি জ্বালানো ও ভক্তরা আতশবাঁজি ফাটানো সহ মহারাজ বৃন্দদের উপস্থিতিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দের প্রার্থনার মধ্য দিয়ে আগামীদিনে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শত তম বছর পালনের সূচনা করা হয়। তিনি আরও বলেন, শততম বর্ষ পালন করা হবে বছর ব্যাপী। চলবে নানান সামাজিক- সাংস্কৃতিক, ধার্মিক ও সেবামূলক কর্মকাণ্ড। এতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News