শ্রীভূমির সরকারি দপ্তরে মহিলা কর্মচারীকে হয়রানি, সরব হিন্দু সুরক্ষা দল

তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ মার্চ : শ্রীভূমিতে এক সরকারি দপ্তরে মহিলা কর্মচারীর উপর মানসিক ও শারীরিক হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগপত্র অনুযায়ী, শ্রীভূমি জেলার স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMO)-এর দপ্তরে প্রধান সহকারী হিসেবে কর্মরত সাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে ওই মহিলা কর্মচারীকে মানসিকভাবে হয়রানি করছিলেন। প্রথমে নিরবতা পালন করলেও, ১০ মার্চ ঘটনাটি চরম আকার নেয়, যখন ওই মহিলা কাজের জন্য সাহাবুদ্দিনের অফিসে গেলে, তিনি নাকি একটি অশালীন শারীরিক প্রস্তাব দেন।

শ্রীভূমির সরকারি দপ্তরে মহিলা কর্মচারীকে হয়রানি, সরব হিন্দু সুরক্ষা দল

এই অপমান সহ্য করতে না পেরে, মহিলাটি স্বামীকে ঘটনাটি জানান এবং পরে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক দ্রুত পদক্ষেপ নেন এবং ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

অভিযোগ ওঠার পর থেকে সাহাবুদ্দিনকে আর অফিসে দেখা যায়নি। সূত্রের খবর, বর্তমানে তিনি গুয়াহাটির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

শ্রীভূমির সরকারি দপ্তরে মহিলা কর্মচারীকে হয়রানি, সরব হিন্দু সুরক্ষা দল

ঘটনাটি জানাজানি হওয়ার পর, হিন্দু সুরক্ষা দলের সদস্যরা যৌথ স্বাস্থ্য অধিকর্তার দপ্তরের সামনে বিক্ষোভ দেখান এবং সাহাবুদ্দিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। পরে দলের প্রতিনিধিরা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ও অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Author

Spread the News