ধলাইয়ে দিনদুপুরে অপহরণ যুবক, পুলিশের তৎপরতায় উদ্ধার
বরাক তরঙ্গ, ১৩ মার্চ : ধলাইয়ের ভাগাবাজার থেকে এক যুবককে দিনদুপুরে অপহরণ করে বেধড়ক মারধরের ঘটনা প্রকাশ্যে এসেছে। পুলিশের তৎপরতায় এদিন সন্ধ্যার পর অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চারজনকে অভিযুক্ত করে লায়লাপু পুলিশ পেট্রোল পোস্টে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর ভাই আলি হোসেন চৌধুরী।
জানা যায়, ধলাইয়ের রাজঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা হোসেন চৌধুরী নামের এক যুবক প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে বাজারে যান। ভাগাবাজার থেকে চার যুবক জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তারা যুবকটিকে একজনের বাড়িতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। ভুক্তভোগীর স্ত্রী তাৎক্ষণিক স্বামী অপহরণ হয়ে গিয়েছেন বিষয়টি লায়লাপুর পুলিশকে জানান।
ঘটনার খবর পেয়ে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের কর্তব্যরত পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। তারা তাৎক্ষণিক অভিযানে নেমে পড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা যুবকটিকে ছেড়ে পালিয়ে যায়। পুলিশের দ্রুত তৎপরতায় যুবকটিকে উদ্ধার করা সম্ভব হয়।

এই ঘটনায় ভুক্তভোগী যুবকের ভাই আলি হোসেন অপহরণ, ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি ও সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া ইত্যাদি অভিযোগ এনে চারজনকে অভিযুক্ত করে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন রাজঘাট ২য় খণ্ডের খাউচার হোসেন চৌধুরী, হিলাল উদ্দিন চৌধুরী এবং জয়ধনপুরের ফরিজ উদ্দিন লস্কর ও সামছ উদ্দিন লস্কর। আদৌ কি অপহরণ না ঘটনার পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।