খো খো রাজ্য পর্যায়ের শেষ আটে কাছাড়, ষোলয় করিমগঞ্জ, ঘরে ফিরল হাইলাকান্দি

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ মার্চ : খেল মহারণের রাজ্য পর্যায়ের খো খো প্রতিযোগিতার ছেলেদের অনূর্ধ্ব ১৯ স্তরে রবিবার কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেল কাছাড়। প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে করিমগঞ্জ। তবে হেরে ঘরমুখো হল বরাকের অন্য জেলা হাইলাকান্দি।

এদিন কাছাড়ের ছেলেরা  সাউথ শালমারা মানকাচারকে ইনিংস ও ছয় পয়েন্টে পরাজিত করে। তবে মেয়েদের দল খুব একটা সুবিধা করতে পারেনি। গোলাঘাটের কাছে ওয়ান টার্ন ও তিন পয়েন্টে হেরে যায়। সাউথ শালমারা মানকাচরকে গতকাল শনিবার ওয়ান টার্ন ও ১৮ পয়েন্টে হারিয়ে অভিযান শুরু করেছিল কাছাড়ের মেয়েরা।

করিমগঞ্জ দল রবিবার তিনটি ম্যাচে নেমেছিল। এর মধ্যে কামরূপের বিরুদ্ধে ওয়ান টার্ন (একবার অলআউট) ও ১৬ পয়েন্টে পরাজিত হয় সীমান্ত জেলা দল। এর আগে শিবসাগরের বিরুদ্ধে রোমাঞ্চকর ম্যাচে তারা মাত্র এক পয়েন্টে বিজয়ী হয়। গতকালের অসমাপ্ত উদ্বোধনী ম্যাচে রবিবার ফের খেলতে নেমে অবশ্য দারুণ প্রদর্শন করে করিমগঞ্জের নির্ভীক শুক্লবৈদ্য অ্যান্ড কোম্পানি। তারা ওয়ান টার্ন ও ৪ পয়েন্টে বাকসাকে বিদায় করে দেয়। করিমগঞ্জের মেয়েরা প্রথম দিনই শিবসাগরের কাছে ইনিংসে হেরে যায়।

খো খো রাজ্য পর্যায়ের শেষ আটে কাছাড়, ষোলয় করিমগঞ্জ, ঘরে ফিরল হাইলাকান্দি

পরীক্ষার মরশুম হওয়ায় অনেক মা বাবা-ই তাদের সন্তানদের খেলায় পাঠাতে রাজি হননি। তাছাড়া খো খো ইভেন্টের বিশেষ চর্চা নেই বলে ভাল বিকল্প খেলোয়াড়ও নেই। এরকম পরিস্থিতিতে হাইলাকান্দির পক্ষে বেশি দূর এগোনো সম্ভব হয়নি। অনেকটা হতাশ হয়েই সতীন্দ্রমোহন দেব মেমোরিয়া স্টেডিয়াম ছাড়তে হল হাইলাকান্দি দলকে।
শনিবার নিজেদের প্রথম ম্যাচে বজালিকে ২ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেছিল হাইলাকান্দি। আবার বিশ্বনাথের কাছে তারা সেই দুই পয়েন্টেই পরাজিত হয়।
ঘরোয়া দল কাছাড় সোমবার সকাল সাড়ে আটটায় মরিগাঁওয়ের বিরুদ্ধে মোকাবিলা করবে। একই সময়ে আরেকটি কোয়ার্টার ফাইনাল ম্যাচে তামুলপুর ও বিশ্বনাথের কঠিন লড়াইয়ের অপেক্ষা চলছে। এছাড়া সাড়ে নয়টায় কামরূপ (রুরাল) গোলাঘাটের সঙ্গে এবং ডিব্রুগড় নলবাড়ির বিরুদ্ধে মোকাবিলা করবে।

এদিকে, বাইরে থেকেও শিলচরের জন্য সুখবর এল। খেল মহারণের অ্যাথলেটিক্সে ঊর্ধ্ব ১৯ বয়স গ্রুপে রুপো জিতেছেন নীলকমল সিং। গুয়াহাটির সরুসজাইয়ের ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়ামে ৮০০ মিটার রেসে তিনি দ্বিতীয় স্থানে শেষ করেন। তবে কুটন গড় মহিলাদের ইভেন্টে সাড়া জাগিয়েও  অল্পের পদক হাতছাড়া করেন।

Author

Spread the News